উত্তরপ্রদেশের ২০১৮ সালের ক্যালেন্ডারে জায়গা পেল তাজমহল
![উত্তরপ্রদেশের ২০১৮ সালের ক্যালেন্ডারে জায়গা পেল তাজমহল Taj Mahal Finds Place Of Pride In Up Govts 2018 Calendar উত্তরপ্রদেশের ২০১৮ সালের ক্যালেন্ডারে জায়গা পেল তাজমহল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/18190146/tajmahal_adityanath.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশ সরকারের প্রকাশিত ২০১৮ সালের ক্যালেন্ডারে ঐতিহ্যের জায়গা পেল তাজমহল। রাজ্যে তথ্য দফতরের তরফে প্রকাশিত ক্যালেন্ডারে জুলাই মাসে রাখা হয়েছে সপ্তদশ শতাব্দীর এই স্থাপত্যকে।
বিশ্বের অন্যতম আশ্চর্যের একটি তাজমহল। সম্প্রতি, রাজ্যের প্রকাশিত পর্যটন দফতরের পুস্তিকা থেকে তাজমহলকে বাদ দেয় যোগী আদিত্যনাথ প্রশাসন। এই নিয়ে তুমুল বিতর্ক হয়।
তার মধ্যেই বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের একটি মন্তব্য সেই বিতর্কে নতুন ইন্ধন জোগায়। সোম বলেন, ভারতের ঐতিহ্যের তালিকায় তাজমহলের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, মোঘল সম্রাটদের মুছে ফেলে ভারতের ইতিহাসকে নতুন করে রচনা করা হবে।
বিতর্ক থেকে অবশ্য বিজেপি নিজেকে দূরে সরিয়ে নেয়। দলের তরফে জানিয়ে দেওয়া হয়, এটা সোমের ব্যক্তিগত মতামত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
বিভিন্ন মহলে তাজমহল-বিতর্ক বৃদ্ধি পাওয়ায়, তাজমহল ও আগরার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক ও পর্যটন-কেন্দ্রিক প্রকল্পের জন্য ১৫৬ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করে উত্তরপ্রদেশ প্রশাসন।
এমনকী, ড্যামেজ কন্ট্রোলে ময়দানে নামতে হয় খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। তিনি বলেন, এটা অপ্রাসঙ্গিক কে এবং কীভাবে তাজমহল নির্মাণ করেছিল।
তিনি যোগ করেন, ভারতমাতার সুপুত্রদের রক্ত ও ঘর্ম দিয়ে এই ঐতিহাসিক স্থাপত্য তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তাজমহলের রক্ষণাবেক্ষণের জন্য সরকার দায়বদ্ধ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)