এক্সপ্লোর
Advertisement
করোনাভাইরাস সারাবে! নিজেদের ফর্মুলায় তৈরি সিরাপ খেয়ে মারা গেলেন বায়োটেক ফার্মের জেনারেল ম্যানেজার, অসুস্থ ডাক্তার
নিজের ফর্মুলায় তৈরি করোনাভাইরাসের ওষুধ খেয়ে মৃত ১, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ১। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইতে। সেখানকার কফ সিরাপ তৈরির একটি জনপ্রিয় বায়োটেক কোম্পানির চিকিৎসক ও ম্যানেজার মিলে আবিষ্কার করতে গিয়েছিলেন করোনার দাওয়াই। আর সেই দাওয়াই নিজেদের ওপর পরীক্ষা করতে গিয়েই ডেকে আনলেন ঘোর বিপত্তি।
চেন্নাই: নিজের ফর্মুলায় তৈরি তথাকথিত করোনাভাইরাসের ওষুধ খেয়ে মৃত ১, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ১। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইতে। সেখানকার কাফ সিরাপ তৈরির একটি জনপ্রিয় বায়োটেক কোম্পানির চিকিৎসক ও ম্যানেজার মিলে আবিষ্কার করতে গিয়েছিলেন করোনার দাওয়াই। আর সেই দাওয়াই নিজেদের ওপর পরীক্ষা করতে গিয়েই ডেকে আনলেন ঘোর বিপত্তি।
চেন্নাইয়ের জনপ্রিয় একটি কাফ সিরাপ তৈরির আঞ্চলিক বায়োটেক ফার্মে জেনারেল ম্যানেজার ছিলেন বছর ৪৭ এর শিবানেসন। ওই ফার্মের মালিক ছিলেন রাজকুমার নামে এক চিকিৎসক। তাঁরা দুজনে মিলেই বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিলেন করোনা প্রতিরোধক বানানোর। তৈরি করেছিলেন নিজেদের ফর্মুলাও। সেই ফর্মুলা অনুযায়ী একটি সিরাপও বানিয়ে ফেলেছিলেন তারা।
সিরাপটি খাবার পরেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় শিবানেসন ও রাজকুমারের। তক্ষুনি দুজনকে নিয়ে যাওয়া হয় কাছের একটি হাসপাতালে। আইসিইউতে ভর্তি করে নেওয়া হয় তাঁদের। অত্যন্ত বেশি পরিমানে ওই সিরাপ পান করে ফেলার জন্য শিবানেসনকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। তাঁর রক্তে ছড়িয়ে পড়েছিল ওই ভুল ফর্মুলার ওষুধ। কয়েক ফোঁটা সিরাপ খেয়েই অজ্ঞান হয়ে পড়েছিলেন রাজকুমার। চিকিৎসার পর কিছুটা ভাল রয়েছেন তিনি।
কিছুদিন আগেই আমেরিকায় অ্যারিজোনায় করোনা প্রতিরোধে ক্লোরোকুইন ফসফেড খেয়ে প্রাণ হারিয়েছিলেন একজন। তাঁর স্ত্রী ও গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে ভর্তি ছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement