এক্সপ্লোর
প্রধানমন্ত্রীর সমালোচনা করে গান লিখেছেন, গ্রেফতার করা হল তামিল গায়ক কোভানকে

চেন্নাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীকে বিদ্রূপ করে গান বেঁধেছিলেন তিনি। স্রেফ এই ‘অপরাধে’ তামিল লোকগায়ক কোভানকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ।
ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে কোভানের গানের ভিডিও। তাতে শ্রী রাম দাস মিশন ইউনিভার্সাল সোসাইটি আয়োজিত রথ যাত্রারও সমালোচনা করা হয়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে রথযাত্রার ছবি ও গানের সঙ্গে নৃত্যরত অবস্থায় ঈশা ফাউন্ডেশনের সদগুরু জাগ্গি বাসুদেবকে।
পুলিশ জানিয়েছে, ত্রিচির বিজেপি যুব শাখার সচিবের অভিযোগের ভিত্তিতে কোভানকে গ্রেফতার করেছে তারা। দাঙ্গার চেষ্টা ও শান্তিভঙ্গে উসকানি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছে।গানে কোভান বলছেন, রামায়ণে ভরতের রামের খড়ম দিয়ে রাজ্য চালানোর গল্প রয়েছে। তামিলনাড়ুতে রাজত্ব চালাচ্ছে মোদীর দুটো খড়ম। মনে করা হচ্ছে, পালানিস্বামী ও সহ মুখ্যমন্ত্রী ও পনীরসেলভমের কথা বলেছেন তিনি। পাশাপাশি কাবেরী ইস্যুতে প্রধানমন্ত্রীরও সমালোচনা করেছেন।
কোভানের আসল নাম শিবদাস। ২০১৫-তেও গ্রেফতার হন তিনি, তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতার সমালোচনা করার অভিযোগে। ভিডিওয় দেখা গিয়েছিল, রাজ্যে মদের দোকান বন্ধ করতে ব্যর্থ জয়ললিতা ক্রেতাদের মদ বিলি করছেন।
সেই মামলা এখনও ঝুলছে, তবে কোভান তাতে জামিন পেয়ে গিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
