(Source: ECI/ABP News/ABP Majha)
‘বকা না খেতে চাইলে অভিভাবকদের প্রাণায়াম শেখাও’, শিক্ষার্থীদের পরামর্শ স্কুল শিক্ষা সচিবের
শুধু অভিভাবকই নয়, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা দফতরের সচিব রীণা রায় মনে করেন, প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষকদেরই যোগাসন শেখা উচিত।
নয়াদিল্লি: বিশ্ব যোগদিবসে শিক্ষার্থীদের উদ্দেশে স্কুল শিক্ষা সচিব রীণা রায়ের পরামর্শ, ’অভিভাবকদেরও যোগাসন শেখাও।’ শুধু অভিভাবকই নয়, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা দফতরের সচিব রীণা রায় মনে করেন, প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষকদেরই যোগাসন শেখা উচিত। শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর আর্জি, ’দয়া করে নিজের অভিভাবকদের যোগাসন শেখাও। এতে তাঁদের ক্রোধ কমবে। যদি তুমি চাও, তোমার অভিভাবক তোমাকে বকাঝকা না করে তাহলে তাঁদের অবশ্যই ‘প্রাণায়াম’ শেখাও। জোরে জোরে শ্বাস নিতে বলবে, শ্বাস ছাড়তে বলবে।’
জাতীয় যোগ অলিম্পিয়াড সংস্থা আয়োজিত একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘যোগাসন হল অক্সিজেন মাস্কের মতো। যখন আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, তখন আমাদের দৃঢ়তার প্রয়োজন হয়। যোগাসনের মাধ্যমে আমরা সেই শক্তি অর্জন করতে পারি। এভাবে একই সঙ্গে আমাদের পরিবার, সমাজ ও দেশও শক্তিশালী হবে।’