এক্সপ্লোর
Advertisement
তিস্তা চুক্তি হলে ভারত-বাংলাদেশ সম্পর্কে রূপান্তর ঘটবে: শেখ হাসিনা
নয়াদিল্লি: তিস্তা জলবণ্টন চুক্তি সম্পন্ন হলে ভারত ও বাংলাদেশের সম্পর্কে ‘আরেকটি রূপান্তর’ ঘটবে। এমনটাই আশাপ্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এই চুক্তির বিষয়ে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন, তা নিয়ে উদ্বেগে তিনি।
সোমবার একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হাসিনা বলেন, জলসম্পদকে যৌথভাবে ভাগ করে নিলে উভয় দেশের মধ্যে সম্পর্কের বাঁধন আরও মজবুত হবে। একইসঙ্গে, দুদেশের মধ্যে বহমান সবকটি নদীর জল ভাগ করার জন্য একটি সুসংহত পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। তিস্তা জট কাটাতে যে মোদী সরকার আন্তরিক এদিন সেই কথা জানান বাংলাদেশ প্রধানমন্ত্রী। জানান, যত দ্রুত সম্ভব তিস্তা জলবণ্টন চুক্তি স্বাক্ষর করতে চায় ভারত। তেমনটা হলে, দুদেশের সম্পর্কে একটি রূপান্তর ঘটবে। যদিও, মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন, সেই নিয়ে তিনি উদ্বেগে।বলেন, আমি জানি না দিদি কী করবেন। ওনার সঙ্গে কথা হয়েছে। তিনি কিছু নতুন বিষয় সামনে এনেছেন। মোদীজি আশ্বাস দিয়েছেন। এবার দেখা যাক কী হয়। যদিও, হাসিনা জানান পশ্চিমবঙ্গের থেকে তিনি বিদ্যুৎ পেয়েছেন। আক্ষেপের সুরে বলেন, জল চেয়েছিলাম, তার বদলে বিদ্যুৎ পেয়েছি। সঙ্গে যোগ করেন, ভাল কিছু তো পেলাম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement