এক্সপ্লোর
কুলিগিরি! আইসক্রিম বেচে সাড়ে ৭ লক্ষ টাকা আয় কেসিআরের ছেলের

নয়াদিল্লি: ২১ এপ্রিলের পার্টি কনভেনশনের খরচ মেটাতে দলের নেতা-কর্মীদের দুদিন কুলিগিরি করে টাকা তুলতে বলেছেন, নিজেও করবেন বলে জানিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)। বাবার ঘোষণা শুনেই নেমে পড়েছেন কেসিআরের ছেলে তথা রাজ্যের প্রভাবশালী তথ্য ও প্রযুক্তিমন্ত্রী কে টি রাম রাও। গতকাল তিনি হায়দরাবাদ-নাগপুর ন্যাশনাল হাইওয়ের ধারে সুচিত্রা আইসক্রিম পার্লারে সেখানকার এক কর্মীর কাছ থেকে জোগাড় করা অ্যাপ্রন গায়ে চাপিয়ে আইসক্রিম বিক্রি করেছেন। আধ ঘণ্টায় আইসক্রিম বেচে তাঁর আয় হয়েছে সাড়ে সাত লক্ষ টাকা। সারা মাসে নাকি ওই পার্লারে এত টাকার আয় হয় না। রাম রাওয়ের কাছ থেকে যাঁরা আইসক্রিম কিনেছেন, তাঁদের কয়েকজন বিরাট বড়লোক। যেমন ৬৩ বছরের মাল্লা রেড্ডি। নিজে কোনওদিন কলেজের চৌকাঠ মাড়াননি, তবে তেলঙ্গানার বেশ কয়েকটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের মালিক তিনি। তেলুগু দেশম পার্টির টিকিটে এমপি নির্বাচিত হয়েছেন। ৫ লক্ষ টাকার আইসক্রিম কিনেছেন রেড্ডি। অন্ধ্র-তেলঙ্গানা বেল্টের এমপি-রা দেশের সবচেয়ে ধনী সাংসদদের মধ্যে পড়েন। মাল্লা রেড্ডিরই ২০১৪ সালে ঘোষিত সম্পত্তির পরিমাণ ছিল ৪৮ কোটি টাকা। তেলঙ্গানার রাজনৈতিক মহলের খবর, কেসিআরের 'গুলাবি কুলি দিনালু' (ঘটনাচক্রে গোলাপী টিআরএসের পতাকার রং) কর্মসূচিতে এমন অভিনব সাড়া মেলার ঘটনা আরও দেখা যেতে পারে। সরকারি তহবিল থেকে করদাতাদের সাড়ে ৫ কোটি টাকা অর্থ খরচ করে যে মুখ্যমন্ত্রী তিরুমালার বেঙ্কটেশ্বর মন্দিরে ৫ কোটি টাকার উপহার দিতে পারেন, তিনি কুলিগিরি করবেন বলায় বিস্মিত রাজনৈতিক মহল। ইতিমধ্যে প্রায় ৩৫ কোটি টাকা সদস্যপদের চাঁদা হিসাবে পার্টি ফান্ডে জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি। ২০১৫-১৬ সালে নির্বাচন কমিশনে পেশ করা তথ্যে টিআরএসের আয়ের পরিমাণ ছিল ৮.৯ কোটি টাকা। অর্থাত তার চারগুণ আয় হয়েছে ইতিমধ্যেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















