লাখ টাকা খরচ করে ট্রাম্পের মূর্তি গড়েছেন, মার্কিন রাষ্ট্রপতিকে ঈশ্বরজ্ঞানে পুজো করেন তেলঙ্গানার কৃষক
‘শক্তিশালী নেতা’, ‘সাহসী মনোভাব’, এই কারণেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ তেলেঙ্গানার জনগাও জেলার কোন্নে গ্রামের কৃষক বুসা কৃষ্ণের।

হায়দরাবাদ: ‘শক্তিশালী নেতা’, ‘সাহসী মনোভাব’, এই কারণেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ তেলঙ্গানার জনগাও জেলার কোন্নে গ্রামের কৃষক বুসা কৃষ্ণের। তিনি মার্কিন রাষ্ট্রপতির ব্যক্তিত্বে এতোটাই মুগ্ধ, যে ১ লাখ ৩০ হাজার টাকা খরচ করে বাড়িতেই বসিয়েছেন ৬ ফুটের লম্বা ডোনাল্ড ট্রাম্পের মূর্তি। কৃষ্ণ রীতিমতো ফুলমালা দিয়ে আরতি করেন সেই মূর্তির। ১৪ জুন ট্রাম্পের জন্মদিনে ট্রাম্পের মূর্তির অভিষেকও হয়েছে। এমনকি মার্কিন নেতার জন্মদিনে বাড়িতে বড় পোস্টার লাগিয়ে সেলিব্রেশনও করেছেন এই কৃষক।
৩২ বছরের বুসা কৃষ্ণ স্বপ্ন দেখেন, কোনও একদিন তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। প্রসঙ্গত, এই সময় ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক খুব একটা ভাল নয়। বাণিজ্যিক বিষয়ে দুই রাষ্ট্রের মধ্যে খানিক উষ্মা তৈরি হয়েছে। এই আবহেই আগামী সপ্তাহে ভারতে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি মাইক পোম্পেও। সংশ্লিষ্ট মহলের ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কে যে টানাপোড়েন চলছে, সে বিষয়ে আলোচনা করতেই এদেশে আসছেন ইউএস স্টেট সেক্রেটারি।






















