এক্সপ্লোর
তেলঙ্গানায় পশু চিকিৎসককে ধর্ষণ-খুনকাণ্ডে এনকাউন্টারে ৪ অভিযুক্তের মৃত্যু ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানালেন নির্ভয়ার বাবা-মা
তেলঙ্গানায় পশু চিকিত্সককে ধর্ষণ-খুনকাণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৪ অভিযুক্তের। এই খবর প্রকাশ্যে আসার পর নির্ভয়ার মা আশাদেবী বলেছেন, এই খবরে তিনি খুশি। পুলিশ একটা দৃষ্টান্ত তৈরি করল।এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বারেবারেই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

নয়াদিল্লি: তেলঙ্গানায় পশু চিকিত্সককে ধর্ষণ-খুনকাণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৪ অভিযুক্তের। এই খবর প্রকাশ্যে আসার পর নির্ভয়ার মা আশাদেবী বলেছেন, এই খবরে তিনি খুশি। পুলিশ একটা দৃষ্টান্ত তৈরি করল।এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বারেবারেই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া উচিত নয়। ২০১২-তে দিল্লি গণধর্ষণের ঘটনার নির্যাযিতার মা বলেছেন, প্রত্যেক রাজ্যের পুলিশের হায়দরাবাদ পুলিশের কাছ থেকে শেখা উচিত। তিনি বলেছেন, আমি বিচারের জন্য সাত বছর লড়াই করছি। নির্ভয়ার ধর্ষকরা যে এখনও বেঁচে, সেজন্য আমার গভীর খেদ রয়েছে। নির্ভয়ার মা বলেছেন, অভিযুক্তরা তাদের অপরাধের শাস্তি পেল। অন্যদিকে, নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিংহ বলেছেন, হায়দরাবাদের নির্যাতিতার পরিবার এই ঘটনায় স্বস্তি পাবেন। অন্তত তাঁদের তো এই দুঃখ থাকবে না যে, তাঁদের মেয়ের খুনিরা এখনও বেঁচে রয়েছে। তাঁদের আমাদের মতো খেদ থাকবে না। এনকাউন্টার প্রসঙ্গে তিনি বলেছেন, পুলিশ যা করেছে, ভালোই করেছে। এমনটা না করলে পুলিশকে নিয়েই প্রশ্ন উঠত। তিনি বলেছেন, নির্ভয়াকাণ্ডের অভিযুক্তদের ফাঁসি দেওয়া দেওয়া উচিত। তাদের কঠোর শাস্তি দেওয়া দরকার।
হায়দরাবাদের নির্যাতিতা পশু চিকিত্সকের বাবা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ১০ দিন হল আমার মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ ও সরকারকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মেয়ের আত্মা শান্তি পাবে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















