এক্সপ্লোর
ভগবান রামের ইচ্ছা হলে অযোধ্যায় রামমন্দির হবে, বললেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী, রামজন্মভূমি-বাবরি মামলায় হিন্দু মহাসভার দ্রুত শুনানির আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ভগবান রামের যেদিন ইচ্ছা হবে, অযোধ্যায় রামমন্দির হবে বলে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা। রাজ্যের সমবায় মন্ত্রী মুকুট বিহারী বর্মার বাসভবনে গতকাল এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, বিজেপি তার সংকল্প পত্রে রামমন্দির প্রশ্নে নিজের অবস্থান প্রকাশ করেছে। তবে সব কিছুই ভগবান করান। যত দ্রুত ভগবান রামের আশীর্বাদ বর্ষণ হবে, মন্দিরের নির্মাণকাজ পূর্ণ হবে। রামের যখন ইচ্ছা হবে, তিনি কারক ও কারণ, দুই-ই হয়ে উঠবেন। উপমুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেশটা চলে ধর্ম, বিশ্বাসের জোরে। সেটাই আমাদের পবিত্রতার পথে চলার প্রেরণা দেয়। এদিকে সুপ্রিম কোর্ট আজ রামজন্মভূমি-বাবরি মসজিদ মালিকানা সংক্রান্ত বিতর্ক মামলায় পেশ হওয়া পিটিশনের দ্রুত শুনানির আবেদন নাকচ করে দিয়েছে। শীর্ষ আদালত ইতিমধ্যে উপযুক্ত বেঞ্চে জানুয়ারির প্রথম সপ্তাহে এই মামলার শুনানি স্থির করেছে। শুনানির নির্ঘন্ট ওই বেঞ্চই স্থির করবে। যদিও অখিল ভারতীয় হিন্দু মহাসভার তরফে আইনজীবী বরুণ কুমার সিনহা দ্রুত শুনানি চেয়ে আবেদন করেন। কিন্তু তা খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি এস কে কাউলের বেঞ্চ বলে, ইতিমধ্যে জানুয়ারি মাসে উপযুক্ত বেঞ্চে যাবতীয় আবেদনের শুনানি ঠিক করা হয়েছে। বেঞ্চের মন্তব্য, ইতিমধ্যে নির্দেশ জারি করেছি আমরা। জানুয়ারিতেই আবেদনগুলি উঠবে। অনুমতি নয়। উত্তরপ্রদেশ সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা ও রামলালার হয়ে আইনজীবী সি এস বৈদ্যনাথন মামলার আবেদনগুলি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে বলে উল্লেখ করে আগাম শুনানির আবেদন করেছিলেন। তারা বলে, অযোধ্যায় রাম জন্মভূমির বিষয়টির সঙ্গে হিন্দুদের গভীর বিশ্বাস জড়িয়ে রয়েছে। তারা খুব আশা করে রয়েছে যে, উপরোক্ত আবেদনগুলির দ্রুত শুনানি হবে। এর আগে তিন বিচারপতির বেঞ্চ ২-১ সংখ্যাগরিষ্ঠ রায়ে এলাহাবাদ হাইকোর্টের ১৯৯৪ সালের এক রায়ের পর্যবেক্ষণ নতুন করে খতিয়ে দেখার আর্জিটি ৫ বিচারপতির সংবিধান বেঞ্চে পাঠাতে অস্বীকার করে। ১৯৯৪ এর সেই রায়ে এলাহাবাদ হাইকোর্ট বলেছিল, মসজিদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয়। অযোধ্যা জমি বিতর্কের শুনানিতে বিষয়টি উঠেছিল। সুপ্রিম কোর্টের তত্কালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছিল, দায়রা মামলার মীমাংসা করতে হবে তথ্যপ্রমাণের ভিত্তিতে। এই ইস্যুতে আগের রায়ের কোনও প্রাসঙ্গিকতা নেই বলেও জানিয়েছিল বেঞ্চ। প্রসঙ্গত, হাইকোর্ট চারটি দায়রা মামলায় রায় দিয়েছিল, অযোধ্যার ২.৭৭ একর জমি তিন পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া ও রামলালাকে সমান তিন ভাগে বন্টন করতে হবে। তার বিরুদ্ধে ১৪টি আবেদন পেশ করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















