এক্সপ্লোর
Advertisement
মুম্বইয়ের ঝুপড়িবাসীদের মৌলিক পরিষেবার জন্য সওয়াল সচিনের
মুম্বই: মুম্বইয়ের ঝুপড়িবাসীদের ন্যূনতম সুযোগ-সুবিধা সংক্রান্ত সমস্যা দূরীকরণের জন্য উদ্যোগী হলেন সচিন তেন্ডুলকর।
ঝুপড়িবাসীদের স্বাস্থ্য সহ ন্যূনতম সুযোগ-সুবিধার যে সমস্যা রয়েছে, তার দীর্ঘমেয়াদী সমাধানের রূপরেখা তৈরি করতে বম্বে পুরসভার কমিশনার অজয় মেটা সহ সকল শীর্ষ আধিকারিক, স্বেচ্ছাসেবী সংগঠন আপনালয় এবং বহুজাতিক সংস্থা পিক্সেরা গ্লোবাল-এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
প্রসঙ্গত, এই আপনালয় সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হলেন সচিনের শাশুড়ি আনাবেল মেটা। দেওনর এবং শিবাজিনগরের পাশে থাকা ঝুপড়িবাসীদের উন্নয়নমূলক কাজে নিযুক্ত এই স্বেচ্ছাসেবী সংস্থা।
জানা গিয়েছে, দেওনর ডাম্পিং গ্রাউন্ডের কাছে বসবাসকারী ঝুপড়িবাসীদের নানা সমস্যার কথা জানিয়ে গত মার্চে সচিন বম্বে পুরসভাকে একটি চিঠি লিখেছিলেন। সেই প্রেক্ষিতেই পুরসভার তরফে বৈঠকের আয়োজন করা হয়েছিল।
বৈঠকে সচিন সুপারিশ করেন যে, বর্জ্য-সমস্যা সমাধানে মুম্বইয়ের মতো শহরের পথিকৃৎ হওয়া উচিত। দেওনরের ডাম্পিং গ্রাউন্ডকে যেভাবে বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বম্বে পুরসভা, তার জন্য তিনি অজয় মেটার প্রশংসা করেছেন।
পাশাপাশি, কেন্দ্রের স্বচ্ছ ভারত মিশন-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার দরুন তিনি এই উদ্যোগে পুরোপুরি সহায়তা করার আশ্বাস দিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
অফবিট
Advertisement