এক্সপ্লোর
হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনের বাড়িতে এনআইএ তল্লাশি
![হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনের বাড়িতে এনআইএ তল্লাশি Terror funding case: NIA raids Syed Salahuddin’s residence in J&K হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনের বাড়িতে এনআইএ তল্লাশি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/06/28173050/syed-salauddin-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জম্মু: হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের কাশ্মীরের বাড়িতে তল্লাশি চালাল এনআইএ। আজ সকালে বুদগাম জেলার সোইবাগ এলাকায় সালাউদ্দিনের বাড়িতে হানা দেয় তারা।
জানা গিয়েছে, সকাল ৭টায় শুরু হয় এই তল্লাশি। হিজবুল প্রধানের বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে এনআইএ।
তদন্তকারী এই সংস্থা এখন কাশ্মীরী জঙ্গিদের সীমান্তের ওপার থেকে অর্থসাহায্য আসা নিয়ে তদন্ত চালাচ্ছে। তার অংশ হিসেবেই সালাউদ্দিনের বাড়িতেও তল্লাশি করে তারা। তাৎপর্যপূর্ণভাবে গতকালই সালাউদ্দিনের ছেলে সৈয়দ সাহিদ ইউসুফ স্বীকার করেছে, পাকিস্তানের মাটিতে ফুলেফেঁপে ওঠা এক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে তার। ২০১১-র একটি জঙ্গিদের অর্থসাহায্য মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে তাকে। এনআইএ জেরায় ইউসুফ স্বীকার করেছে, বাবা সালাউদ্দিনের নির্দেশে বিদেশে বসবাস করা হিজবুল জঙ্গিদের কাছ থেকে টাকা নিয়েছে সে। ওই টাকা দিয়ে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ আরও বাড়ানো তাদের উদ্দেশ্য ছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)