এক্সপ্লোর
Advertisement
বিরোধীদের উন্মোচিত করার সুযোগ করে দেওয়ায় অনাস্থা প্রস্তাবের জন্য কংগ্রেসের কাছে কৃতজ্ঞ, বিজেপির ঘরোয়া সভায় কটাক্ষ মোদীর
নয়াদিল্লি: তাঁর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে বিরোধীদের ‘অন্তসারশূন্যতা’ স্পষ্ট করে দেওয়া ও তাঁর জোট সরকারের সাফল্যের কথা দেশবাসীকে ফলাও করে জানানোর সুযোগ করে দেওয়ার জন্য তিনি কংগ্রেসের কাছে ‘কৃতজ্ঞ’ বলে জানালেন নরেন্দ্র মোদী।
কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার আজ সাংবাদিকদের জানান, বিজেপি সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, লোকসভায় অনাস্থা প্রস্তাবে বিরোধীদের রাজনৈতিক অপরিপক্কতাই ফুটে উঠেছে কেননা তাঁর সরকারের সংখ্যার অভাব ছিল না, দেশে রাজনৈতিক প্রতিকূলতার মুখেও পড়েনি সরকার।
বৈঠকে মোদীকে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে সরকারের ‘বিপুল জয়ে’র জন্য সংবর্ধনা দেওয়া হয়। মোদীকে উদ্ধৃত করে একটি সূত্রে বলা হয়, তিনি দলীয় সদস্য ও শরিকদের অনাস্থা প্রস্তাব পরাস্ত হওয়ায় অভিনন্দন জানান আর যাঁরা তা এনেছিলেন, তাঁদের ‘দ্বিগুণ অভিনন্দন’ জানান। মোদীর অভিমত, অনাস্থা প্রস্তাবের জন্যই সরকারের সাড়ে চার বছরের শাসনের নানা সাফল্যের কথা দেশবাসীর সঙ্গে শেয়ার করা, পাশাপাশি বিরোধীদের উন্মোচিত করার সুযোগ পেয়েছেন তিনি। সম্প্রতি তিনি যে উগান্ডা ঘুরে এসেছেন, সেখানকার ভারতীয়রাও অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক গভীর আগ্রহ সহকারে দেখেছে।
প্রথম তালিকাভুক্ত হওয়ার কথা ছিল বলে তেলুগু দেশম পার্টির তোলা অনাস্থা প্রস্তাবটি লোকসভার স্পিকার গ্রহণ করার আগে কংগ্রেস নিজেরা একটি অনাস্থা প্রস্তাব এনেছিল। এজন্য মোদী কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, কোনও পরিণত দল এমন ভুল করবে না। আর এখন ভুলটাকে আড়াল করতে ওরা অপ্রাসঙ্গিক সব ইস্যু তুলছে। সম্ভবত তিনি রাফালে ডিল নিয়ে সরকারকে কংগ্রেসের আক্রমণের প্রসঙ্গে ইঙ্গিত করেন।
বৈঠকে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, বিরোধীদের এহেন অনাস্থা প্রস্তাব আনার পিছনে কোনও যুক্তি, কারণ ছিল না। ৩২৬ জন প্রস্তাবের বিরুদ্ধে , পক্ষে মাত্র ১২৬ জন ভোট দেন।
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বিরোধীদের আক্রমণ করতে গিয়ে অনাস্থা প্রস্তাবটি বিপুল ব্যবধানে পরাস্ত হওয়ার উল্লেখ করেন, নিতীন গডকরী বলেন, আসল এজেন্ডা হাতে নেই বলে বিরোধীরা জনসাধারণের মধ্যে নানা ইস্যুতে বিভ্রান্তি ছড়াচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
ক্রিকেট
Advertisement