এক্সপ্লোর
Advertisement
পূর্ণমানের থেকে বেশি নম্বর, পরীক্ষায় না বসেও নম্বর! অবাক-ফল বিহার বোর্ডের পরীক্ষায়
পটনা :বিহারে বোর্ডের পরীক্ষার রেজাল্ট মানেই যেন চমকপ্রদ উপকরণের ভিড়। বছর দুয়েক আগে টপার কেলেঙ্কারির পর ফের এবারেও নজর কেড়েছে বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলাফল। কেউ পরীক্ষায় না বসেই নম্বর পেয়ে গিয়েছে। কারও প্রাপ্ত নম্বর পূর্ণমানের থেকেও বেশি।
আরওয়াল জেলার এক পড়ুয়াতে অঙ্কে ৩৫-এর মধ্যে ৩৮ নম্বর পেয়েছে! সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে প্রাপ্ত নম্বর ৩৫-এর মধ্যে ৩৮!
তবে বিহারে এই ঘটনা নতুন নয়। তাই ততটা অবাক হয়নি আরওয়ালের বাসিন্দা ওই পরীক্ষার্থী।
চম্পারনের সন্দীপ রাজ পদার্থবিদ্যার থিওরি পেপারে পেয়েছে ৩৫-এ মধ্যে ৩৮। অন্যদিকে, রাষ্ট্রভাষা ও ইংরেজিতে তার প্রাপ্ত নম্বর শূন্য।দ্বারভাঙ্গার রাহুল কুমার অঙ্কের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে ৩৫-এর মধ্যে ৪০ পেয়েছে।
বৈশালির জাহ্নবি সিংহর দাবি, সে জীববিদ্যার পরীক্ষায় বসেইনি। এরপর ওই বিষয়ে সে ১৮ নম্বর পেয়ে গিয়েছে। একই ধরনের দাবি করেছে পটনার রামকৃষ্ণ দ্বারিকা কলেজের এক পরীক্ষার্থী।
গত বুধবার বিহার স্কুল এডুকেশন বোর্ডের পরীক্ষার ফলাফল বেরিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement