এক্সপ্লোর
ভ্রমণ সংস্থার সঙ্গে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন? সাবধান, দুবাই যাওয়ার স্বপ্ন দেখে এই ৫ দম্পতির কী হাল হল দেখুন!

নয়াদিল্লি: আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে বিদেশ যেতে দেখে, বহু মানুষের মনে মনে এক সুপ্ত বাসনা থাকে। বিদেশ ঘুরে আসার। বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা সাধারণত চাকরির জন্যে বা পড়াশোনা করতে বিদেশ গিয়ে থাকেন। কিন্তু ছেলে-মেয়েকে মানুষ করতে করতে বৃদ্ধ বাবা-মায়েদের আর সেই স্বপ্ন সফল হয় না। তবে কাজ থেকে অবসর গ্রহণের পর দুবাই যাওয়ার স্বপ্ন নিয়ে বিভিন্ন ভ্রমণ সংস্থার সঙ্গে দেখা করেন দিল্লির পাঁচ বৃদ্ধ দম্পতি। প্রত্যেক বিমানসংস্থাই তিন থেকে চার রাত দুবাই ঘোরার জন্যে মাথা পিছু ৪৩ হাজার টাকা করে চেয়েছিল। শুধুমাত্র একটি সংস্থাই ৩৪ হাজার ৮০০ টাকা মাথাপিছু চায়। সেইমতো সেই সংস্থার সঙ্গেই গত ৮ মার্চ ওই পাঁচ বৃদ্ধ দম্পতির দুবাই যাওয়া ঠিক হয়। ফেব্রুয়ারি থেকে তাঁরা কেনাকাটাও শুরু করেন। ফরেন এক্সচেঞ্জের দফতরে গিয়ে দিরহামের রেটের ব্যাপারে খোঁজখবরও নেন। প্রথম পর্যায়ের প্যাকিংও সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু যাওয়ার ঠিক আগে ট্রিপটা বাতিল করে ওই ভ্রমণ সংস্থা জানায় তাঁরা টাকা ফেরত দিয়ে দেবে। যদিও তিন মাস হয়ে গিয়েছে ওই দম্পতিদের কেউ এখনও কোনও টাকা ফেরত পাননি। জীবনের কষ্টার্জিত টাকা হারিয়ে আজ হতাশা ওই পাঁচ দম্পতি। পুলিশে ওই ভ্রমণসংস্থার বিরুদ্ধে একাধিক লোক অভিযোগ জানায় এরমধ্যে। অবশেষে গত ১৬ জুন মুম্বই থেকে মানায় ট্র্যাভেলসের মালিক নুরুপথি মানায়কে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীকালে কোনও ভ্রমণসংস্থার সঙ্গে কোনও ট্রিপের পরিক্লপনা করার আগে সাবধান। হয়তো আপানারও পড়ে যেতে পারেন কোনও চিটিংবাজের ফাঁদে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















