এক্সপ্লোর
Advertisement
পাঁচ মাস ধরে ২৫ ফুট লম্বা সুড়ঙ্গ খুঁড়ে ব্যাঙ্কের লকার রুমে ডাকাতি
মুম্বই: ২৫ ফুট সুড়ঙ্গ খুঁড়ে ব্যাঙ্কের লকার রুমে পৌঁছে প্রায় ৪০ লক্ষ টাকার সামগ্রী লুঠ করল ডাকাত দল। কোনও সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে এই ঘটনা। নবি মুম্বইয়ের জুনিনগর এলাকায় ব্যাঙ্ক অফ বরোদার একটি শাখায় এভাবেই ডাকাতি হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনি ও রবিবারের মধ্যে কোনও একটা সময় এই ডাকাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি মামলা রুজু হয়েছে। তদন্তও শুরু হয়েছে।
পুলিশের অনুমান, প্রায় পাঁচ মাস আগে থেকে এই ডাকাতির ছক কষা হয়। ডাকাতরা ব্যাঙ্ক সংলগ্ন একটি দোকান গত মে মাসে ভাড়া নেয়। তারপর থেকেই সুড়ঙ্গ খুঁড়তে শুরু করে তারা। প্রায় ২৫ ফুট লম্বা সুড়ঙ্গ খুঁড়ে ব্যাঙ্কটির লকার রুমে পৌঁছে যায় তারা। সেখানে ২২৫ টি লকারের মধ্যে ৩০ টি ডাকাতদল খুলতে পেরেছে।
গত সোমবার ব্যাঙ্ক খোলার পর কর্মীরা এই চুরির বিষয়টি জানতে পেরে পুলিশের দ্বারস্থ হন।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটোজ খতিয়ে দেখা হচ্ছে। ডাকাতদের দল প্রায় ৪০ লক্ষ টাকার সামগ্রী লুঠ করেছে বলে প্রাথমিকভাবে অনুমান। নবি মুম্বইয়ের পুলিশ কমিশনার হেমন্ত নাগ্রালে জানিয়েছেন, সানপাড়া থানায় এই ঘটনায় মামলা রুজু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement