এক্সপ্লোর
Advertisement
'বাবা'র পরামর্শে ২০০০ টাকার 'জাদু তেল' মালিশ করে ছেলে হয়নি! বধূকে তালাক, গ্রেফতার স্বামী, শ্বশুরবাড়ির লোকজন
নয়াদিল্লি: গুরমিত রাম রহিম, সন্ত রামপালকে নিয়ে শোরগোলের মধ্যে প্রকাশ্যে এল আরও এক বাবার কীর্তি! ইনি হায়দরাবাদের। এক গর্ভবতী মহিলাকে নিজের আবিষ্কার বলে দাবি করা 'জাদু তেল' পেটে মালিশ করতে বলেছেন ওই গডম্যান। ওই মহিলার স্বামী, শ্বশুরবাড়ির লোকেরা ছেলে চায়।
বাবা বলেন, তলপেটে ভাল করে ওই তেল মালিশ করলে পুত্রসন্তান হবেই। কিন্তু ছেলে হয়নি।
গত ১৫ মে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন হায়দরাবাদের নামপল্লীর হাবিবা ফতিমা। শ্বশুরবাড়ির লোকজনকেও গ্রেফতার করেছে পুলিশ। তারা ২০০০ টাকা দিয়ে কিনেছিল ছেলে হওয়ার ওষুধ!
বিয়ের বেশ কিছুদিন পর হাবিবার স্বামী মহম্মদ মনসুর আবু ধাবিতে নিজের কর্মস্থলে ফিরে যান। হাবিবা থাকতেন শ্বশুরবাড়িতে। হাবিবা যখন জানান, তিনি মা হতে চলেছেন, শ্বশুরবাড়ির লোকেরা জানিয়ে দেয়, ছেলে না হলে কিন্তু তাঁকে ডিভোর্স দেবে মনসুর। হাবিবা ভ্রুণের লিঙ্গ পরীক্ষা করাননি।
কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা কোনও ঝুঁকি নিতে রাজি ছিল না। তারা ওই গডম্যানের পরামর্শ নেয়। হাবিবা গর্ভবতী অবস্থাতেই আবু ধাবিতে মনসুরের কাছে যান। গোড়ায় সহানুভূতি দেখালেও শেষ পর্যন্ত বাবা-মায়েরই পক্ষ নেয় সে।
মেয়ে হওয়ার পর শ্বশুরবাড়ি থেকে হাবিবাকে বলা হয়, তাদের বাড়ি থাকতে হলে বাড়তি ১০ লক্ষ টাকা পণ দিতে হবে। তার ওপর স্বামীও তাঁকে তালাক-ই-বয়ান প্রথার মাধ্যমে দুজন সাক্ষীর হাজিরায় ডিভোর্স দেওয়ার কথা জানিয়ে নোটিস পাঠায়। তার বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement