এক্সপ্লোর
Advertisement
ছক ভেঙে বিয়ের পর স্ত্রীর পদবি গ্রহণ করলেন স্বামী
মুম্বই: বিয়ের পর মহিলারা স্বামীর পদবি গ্রহণ করবেন, মোটামুটি সারা পৃথিবীতে এই নিয়মই চলে আসছে। প্রথা ভাঙলেন কারমিন ও অভিষেক ভোট। কারমিনকে বিয়ে করে অভিষেক নিজের পদবি মান্ডের পরে ভোট শব্দটিও লাগিয়ে নিয়েছেন।
৪ বছর আগে বিয়ে করেন এই দম্পতি। কোনওরকম হইচই না করে, নিঃশব্দে নিজের পদবির পিছনে ভোট শব্দটিও যুক্ত করেন অভিষেক। মধুচন্দ্রিমা সেরে ফেরার পর বাবা মাকে জানান পদবি বদলে ফেলার কথা।
বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বাবা বলেন, ঠিক আছে। তারপর জানতে চান, অন্য সব আইনি ক্ষেত্রে অভিষেক নিজের পদবি বদলানোর ব্যাপারে কী ভাবছেন।
কারমিন পার্সি, অভিষেক হিন্দু, মরাঠি। বয়সেও কারমিন বড়, তাঁর রোজগার বেশি। পারিবারিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুরোপুরি আলাদা হলেও তা তাঁদের ভালবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।
কারমিনের মতে, অভিষেক ছোটবেলা থেকে মানসিকভাবে শক্ত মহিলাদের সঙ্গে থেকেছেন। তাই বেশি বয়সি, বেশি প্রতিষ্ঠিত স্ত্রীকে গ্রহণ করার ব্যাপারে সমস্যা হয়নি তাঁর। মহিলাদের নানা ইস্যু নিয়ে কারমিন ভাবনাচিন্তা করেন, সে ক্ষেত্রেও অভিষেক তাঁর সমধর্মী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement