এক্সপ্লোর
বৃষ্টি কবলিত মুম্বইয়ে আশ্রয় চাওয়ায় মহিলার গাড়ির চাকার হাওয়া বের করে দিলেন ইনি!

মুম্বই: দিন কয়েক আগেই সারা দুনিয়া দেখেছে কীভাবে বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে বাণিজ্যনগরী মুম্বই। সেইসময় মুম্বাইকাররা যেমন একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করেছেন, ঠিক তেমনই অনেকে অমানবিক আচরণও করেছেন।
অনেকে যখন নিজের বাড়ি খুলে দিয়েছেন অন্যদের জল থেকে বাঁচার জন্যে, ঠিক তখনই এক ব্যক্তি এই মহিলার গাড়ির চাকা ফুটো করে দিলেন। তাঁর অপরাধ, তিনি বৃষ্টিতে আটকে পড়ে সেই ব্যক্তির সোসাইটিতে আশ্রয় নিয়েছিলেন। মুম্বইয়ের সিওন এলাকায় রয়েছে এই সোসাইটি। নাম গোপা নিবাস। বৃষ্টিতে মু্ম্বইয়ের রাস্তার জলস্তর মারাত্মক ভাবে বাড়ছিল। সেই জল থেকে বাঁচতে এই মহিলা ওই সোসাইটির ভেতর গাড়ি পার্ক করেন। সেই অপরাধে ওই মহিলার গাড়ির চাকার হাওয়া বের করে দেন সেই ব্যক্তি। খুশুনুমা খামবাট্টা একাধিকবার অনুরোধ করেছেন কিন্তু কোনও লাভ হয়নি।
এরপর পুরো ঘটনাটি ওই মহিলা রেকর্ড করে রেখে ফেসবুকে দিয়ে দেন।
দেখুন সেই ভিডিওটি
স্বাভাবিক ভাবেই মুম্বইয়ের সেই সময়ের পরিস্থিতি বিবেচনা করে একজন মুম্বাইকারের এমন অমানবিক আচরণে অবাকই হয়েছেন সকলে। ক্ষোভে, বিরক্তিতে ফেটে পড়েছেন নেটিজেনরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
