এক্সপ্লোর
Advertisement
যারা ৩০ হাজার টাকার পিত্জা খায়, তারা ১২০০০ টাকার চাকরি দেখতে পায় না, কংগ্রেসকে কটাক্ষ গিরিরাজের
আমদাবাদ: কর্মসংস্থান নিয়ে নাম না করে কংগ্রেস, রাহুল গাঁধীকে কটাক্ষ গিরিরাজ সিংহের। কেন্দ্রীয় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী বলেছেন, যারা কর্মসংস্থান দেখতে পায় না, তাদের দেখাতে চাই, কী করে একটা চাকরি তৈরি হয়। যারা গরিবি দেখেনি, রাতের অন্ধকারে কলাবতীর কুটীরে গরিবি সম্পর্কে জ্ঞান সংগ্রহ করতে যায়, তারাই বলে, কোনও কাজ, চাকরি নেই। আমরা চার কোটি লোককে কাজ দিয়েছি। ওইসব কাজের ৭০ শতাংশেই মাসে মাইনে ১২০০০ টাকার কম, সেটা অন্য কথা। পৃথিবী এগিয়ে চলে দক্ষতার জোরে। আমাদের দক্ষ লোক ৫ শতাংশের নীচে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই প্রথম স্কিল ট্রেনিংয়ের কথা বলেন। যারা ৩০ হাজার টাকা দামের পিত্জা খায়, তারা ১২০০০ টাকার চাকরি দেখতে পায় না। তারা শুধু পকোরা, জুতো নির্মাতাদেরই দেখতে পায়, কর্মসংস্থান দেখতে পায় না।
মুদ্রা স্কিমের আওতায় দেওয়া ঋণ সহ তাঁর মন্ত্রক ১০ কোটি মানুষকে কাজ দিয়েছে বলে দাবি করেন গিরিরাজ। বলেন, বয়ন ও হস্তশিল্প মন্ত্রকের কথা না হয় ছেড়েই দিলাম। ইউপিএ ২০১০ থেকে ১০১৪-র মধ্যে ১১ লক্ষ লোককে শিল্পোদ্যোগী করে থাকলে আমরা ১৬ লক্ষকে শিল্পোদ্যোগী করেছি।
গতকাল এখানে এক অনুষ্ঠানে গিরিরাজ মহাত্মা গাঁধী প্রসঙ্গ তুলেও কংগ্রেসকে আক্রমণ করে বলেন, যারা দেশ স্বাধীন হওয়ার পর ক্ষমতা পেল, তারা গাঁধীকে রাজনৈতিক ভাবে ব্যবহার করেছে, কিন্তু জলাঞ্জলি দিয়েছে তাঁর আদর্শ। মোদী ক্ষমতায় এসে খাদি ও চরকাকে জনপ্রিয় করে তোলার পরিবেশ বানিয়েছেন। এনডিএ সরকার সোলার চরকা মিশনের আওতায় চরকা ও সৌরশক্তি একসঙ্গে নিয়ে আসার চেষ্টা করছে, এর ফলে ৫ কোটি মহিলা কাজ পাবেন বলে দাবি করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement