এক্সপ্লোর
কাশ্মীরে জঙ্গিয়ানার নেপথ্যে যারা, তারা নিজেদের ছেলেমেয়েদের নিরাপদে রেখেছে:কেন্দ্রীয় মন্ত্রী

নয়াদিল্লি: কাশ্মীরে যারা ছেলেমেয়েদের ভারত বিরোধী জেহাদে যোগ দিতে উসকোচ্ছে, নিজেদের ছেলেমেয়েদের তারা যাবতীয় বিপদ থেকে দূরে সরিয়ে রেখেছে। অভিযোগ করলেন প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ। জম্মু কাশ্মীরের উধমপুর কেন্দ্রর এই সাংসদের মন্তব্য, নিজেদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে দেশের ঐক্য ধ্বংসের চেষ্টা করছে যারা, তাদের সম্পর্কে কাশ্মীরের যুবসমাজকে ওয়াকিবহাল করতে হবে। তাঁর প্রশ্ন, উপত্যকার ছেলেমেয়েদের ‘জন্নত’ বা স্বর্গ পাওয়ার লোভ দেখিয়ে যারা ফুসলোচ্ছে, নিজেদের ছেলেমেয়েদের সেই স্বর্গ থেকে কেন দূরে রেখেছে তারা। তাদের সন্তানরা বাইরে, সবরকম সুযোগসুবিধের মধ্যে থেকে পড়াশোনা, কাজকর্ম করছে, আর কাশ্মীরের যুবসমাজের হাতে পাথর তুলে দিয়ে তাদের নিরাপত্তারক্ষীদের মুখোমুখি হওয়ার জন্য মগজধোলাই করা হচ্ছে। সন্ত্রাসবাদ ঠেকাতে কোনওরকম দুর্বল মনোভাব দেখানো হবে না, কেন্দ্র হিংসা রুখতে দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি জানিয়েছেন। তবে একইসঙ্গে তাঁর বক্তব্য, নিরপরাধ শিশু ও যুবকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নিতে হবে। যুবসমাজকে ঠিকমত শিক্ষিত করতে হবে, যাতে তারা অন্য কারও থেকে প্ররোচিত না হয়ে দেশের ক্ষতি করার লক্ষ্যে পা না বাড়ায়। কাশ্মীরকে আবার শান্তিপূর্ণ করতে রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কেন্দ্র কাজ করছে বলেও তিনি জানিয়েছেন। শ্রীনগরের সাধারণ মানুষ অশান্তি চান না, পাকিস্তানের থেকে সাহায্য পেয়ে অল্পসংখ্যক মানুষ উপত্যকায় অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















