এক্সপ্লোর
Advertisement
রাসায়নিক, জৈব, তেজস্ক্রিয় ও পরমাণু অস্ত্র কাজে লাগাতে পারে রাষ্ট্র-বহির্ভূত শক্তিগুলি, আশঙ্কা বাস্তব, বললেন সেনাপ্রধান
নয়াদিল্লি: রাসায়নিক, জৈব, তেজস্ক্রিয় ও পরমাণু অস্ত্র (সামগ্রিকভাবে যাকে সিবিআরএন বলা হয়)ব্যবহারের বিপদ রয়েছে, বিশেষত রাষ্ট্র-বহির্ভূত শক্তিগুলি তা কাজে লাগাতে পারে, এই ভয় আজ 'বাস্তব' বলে জানালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
তিনি বলেন, রাসায়নিক, জৈব, তেজস্ক্রিয় ও পরমাণু অস্ত্র নিয়ে হামলা, সামরিক অভিযান চলে অত্যন্ত অনিশ্চিত এক আবহাওয়ার মধ্যে। সেখানে ভারতের প্রতিদ্বন্দ্বী শত্রুরা তার বিরুদ্ধে 'অসম, সামঞ্জস্যহীন' পন্থা কাজে লাগাতে পারে। এটা প্রচলিত সামরিক সংঘর্ষে হয় না। সিবিআরএন অস্ত্রের ব্যবহার মানুষের জীবন, সম্পত্তি, অস্তিত্বকেই বিপন্ন করে তুলতে পারে, তার প্রভাবের রেশ কাটিয়ে উঠতে লেগে যেতে পারে দীর্ঘ সময়।
আজ এখানে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) সদর দপ্তরে সিবিআরএন মোকাবিলা, রোধের প্রযুক্তি সংক্রান্ত ওয়ার্কশপের সূচনা করে এই অভিমত জানান সেনাপ্রধান। এও বলেন, এ ক্ষেত্রে সংযম, রাশ টেনে ধরার কোনও ব্যাপার থাকে না, তাই দেশকে সুরক্ষা দেওয়ার সবচেয়ে উপযোগী পন্থা হল, দরকারি প্রযুক্তি, যন্ত্রপাতি, সিস্টেমের ব্যবস্থা করা, তাকে সময়োপযোগী করা, জওয়ানদেরও প্রয়োজনীয় উন্নত ট্রেনিং দেওয়া। অনিশ্চয়তার বাতাবরণের মধ্যে চাই মানুষ আর যন্ত্রের মধ্যে সুষ্ঠু সমন্বয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement