এক্সপ্লোর
নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের ছক ভেস্তে দিল সেনা, খতম তিন জঙ্গি

শ্রীনগর: ফের জঙ্গি অনুপ্রবেশের ছক ভেস্তে দিল সেনা। উত্তর কাশ্মীরের বান্দিপোরার গুয়ারেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢুকতে গিয়ে সেনার গুলি খতম হল তিন জঙ্গি। এক প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু সন্দেহজনক গতিবিধি নজরে পড়ে সেনার। অনুপ্রবেশকারীদের বাধা দিল তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনা। গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















