ডিজিটাল লেনদেন না করায় মদ্যপদের দৃষ্টান্ত দিয়ে মন্ত্রী, আমলাদের তিরস্কার চন্দ্রবাবুর
অমরাবতী: ডিজিটাল লেনদেনে অভ্যস্ত না হওয়ায় নিজের মন্ত্রী, আমলাদের তিরস্কার চন্দ্রবাবু নাইডুর। আজ এক অনুষ্ঠানে তিনি মন্ত্রী, আমলাদের কতজন নগদহীন লেনদেন শুরু করেছেন, হাত তুলে জানাতে বলেন। কিন্তু বেশি হাত ওপরে উঠতে না দেখে ক্ষুব্ধ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের ২৫ শতাংশও ক্যাশলেন লেনদেন করেন না। আপনারা এমন হলে দেশ বদলাবে কীভাবে? কাজ হবে না এভাবে।
মন্ত্রী-আমলা মিলিয়ে ২০০-র বেশি সচিবালয়ের ওই বৈঠকে ছিলেন। অসন্তোষের সুরে চন্দ্রবাবু বলেন, মানসিকতা। আপনাদের মানসিকতার বদল চাই। সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ ব্যাপারে মদের দোকানের দৃষ্টান্ত দেন তিনি। বলেন, দেখুন মদের দোকানগুলি পয়েন্ট অব সেল মেশিন ব্যবহার করছে। নেশা না করে মাতাল ঠিক থাকতে পারে না। মদ্যপানের সময় এলেই সে গা ঝাড়া দিয়ে ওঠে, তাই সে-ও নগদহীন লেনদেন করা শিখে নিয়েছে। প্রয়োজনের তাগিদেই শিখেছে। তেমনই আপনাদের সবাইকেও ডিজিটাল অর্থনীতির পথে আসতে হবে। প্রসঙ্গত, ডিজিটাল লেনদেন ১৩ সদস্যের কেন্দ্রের তৈরি কমিটির মাথায় রয়েছেন তেলুগু দেশম নেতা চন্দ্রবাবু।