এক্সপ্লোর
Advertisement
নিয়ন্ত্রণ রেখা পেরোতে পাকিস্তান প্রত্যেক জঙ্গিকে এক কোটি দেয়, দাবি পাক অধিকৃত কাশ্মীরের এক নেতার
মুজফ্ফরাবাদ: আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, তাঁরা সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়। এমনকি ভারতের মাটিতে সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দেওয়ার জন্যে পাকিস্তানকে বিশ্ব মঞ্চে একাধিকবার কড়া প্রশ্নের মুখে পড়তে হলেও, বারংবারই ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু পাকিস্তানের সমস্ত ভাবনায় জল ঢেলে, পাক অধিকৃত কাশ্মীরের কাশ্মীর আমন ফোরামের এক নেতা সর্দার রইস ইনক্লাবি দাবি করেছেন, পাকিস্তান জঙ্গিদের নিয়ন্ত্রণ রেখা পেরনোর জন্য এক কোটি করে দেয়।
পাক অধিকৃত কাশ্মীরের ওই নেতা আরও দাবি করেছেন, পাকিস্তান বিশাল অঙ্কের টাকার বিনিময় হত্যাকারী-খুনিদের ভাড়া করে, জঙ্গি কার্যকলাপ চালাতে প্রশিক্ষণ দেয়। তারপর প্রত্যেককে এক একটা বিস্ফোরক হিসেবে প্রস্তুত করে। আর তারাই কাশ্মীর সীমান্তে এসে সমস্যা তৈরি করছে, এবং উপত্যকার সমস্ত টেনশনের অন্যতম কারণ, অভিযোগ ওই নেতার। সন্ত্রাসবাদী কাজকর্মকে ধিক্কার জানিয়ে সর্দার রইস বলেন, লড়াই করার প্রয়োজন হলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পাক সেনাবাহিনী মুখোমুখি লড়ুক। এভাবে জঙ্গিদের নিশানায় সাধারণ মানুষকে ফেলে আতঙ্ক তৈরির বিপক্ষে ওই নেতা।
এছাড়াও পাকিস্তান যে জঙ্গি কার্যকলাপে মদত দেয়, সেটা প্রমাণ করতে ওই নেতার প্রশ্ন, বহু জঙ্গি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে পাকিস্তানে। কিন্তু সেই সংগঠনগুলোই পাক অধিকৃত কাশ্মীর থেকে অনায়সে কাজকর্ম চালিয়ে যাচ্ছে।
এক সূত্রের তরফে দাবি করা হয়েছে, এবছর এখনও পর্যন্ত পাক সেনাবাহিনীর তরফে ৪৪০ বার সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছে। একাধিকবার ভারতীয় সেনাবাহিনী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে। এক রিপোর্টে দাবি করা হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে এইমুহূর্তে লস্কর-ই-তৈবা, লস্কর-ই-জাঙভি, হিজবুল-মুজাহিদিনের অধীনে একাধিক জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে।
এছাড়াও ওই নেতার অভিযোগ পাকিস্তান বিস্ফোরণে সেদেশে মৃত্যু হলে ক্ষতিপূরণের যে অর্থ দেয়, তার থেকে অনেক কম টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীরে বিস্ফোরণে মৃত্যু হলে।
পাকিস্তানে বোমা বিস্ফোরণে মৃত্যু হলে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়, অথচ সীমান্তে মৃত্যু হলে, ক্ষতিপূরণের পরিমাণ ১ থেকে ২ লক্ষ টাকা। এই সমস্ত বৈষম্য বন্ধের আর্জি জানিয়েছেন ওই নেতা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement