এক্সপ্লোর
Advertisement
মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়, বেসরকারি উদ্যোগে প্রস্তুত উপগ্রহ আজ শূন্যে পাঠাচ্ছে ইসরো
নয়াদিল্লি: দেশের প্রথম বেসরকারিভাবে নির্মিত উপগ্রহ আজ মহাশূন্যে পাড়ি দেবে। সন্ধে ৬টা ৫৯ মিনিটে শ্রীহরিকোটা থেকে উৎক্ষিপ্ত হবে এই উপগ্রহ। ৭টি দেশে তৈরি উপগ্রহ বা এনএভিআইসি-র মধ্যে একটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। তার জায়গা নেবে এটি।
১৪২৫ কেজি ওজনের এই উপগ্রহের নাম আইআরএনএসএস-১এইচ। বেঙ্গালুরুর প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম প্রস্তুতকারী একটি সংস্থা আলফা ডিজাইন টেকনোলজিস ৮ মাস ধরে তৈরি করেছে এটিকে। গোটা প্রক্রিয়া দেখাশোনা করেছেন ইসরোর ৭০ জন বৈজ্ঞানিকের দল। এতদিন শুধু উপগ্রহ তৈরির মালমশলা সরবরাহ ছিল বেসরকারি ক্ষেত্রের কাজ- এবার তারা পুরোপুরি উপগ্রহ তৈরিতে হাত লাগিয়েছে।
আর্যভট্ট উপগ্রহের মাধ্যমে ১৯৭৫-এ প্রথম মহাকাশ অভিযানে খাতা খোলা ভারত বাণিজ্যিক কাজে উপগ্রহ তৈরির অন্যতম সেরা ক্ষেত্র হয়ে উঠতে চায়। তাই এবার তারা বেসরকারি ক্ষেত্রকেও এই কাজে লাগিয়েছে। ভবিষ্যতে বেসরকারি ক্ষেত্রই এ ব্যাপারে নেতৃত্ব দেবে বলে আশা।
উপগ্রহ তৈরিকে শুধু সর্বোচ্চ পর্যায়ের দক্ষতাই লাগে না, লাগে শত শত কোটি টাকাও। উৎক্ষেপণের পর ১০ বছর পর্যন্ত ওই উপগ্রহকে কার্যকরী থাকতে হয়, কারণ মহাকাশে মেরামতির কোনও উপায় নেই।
তা ছাড়া ভারতেরও মহাকাশে গতিবিধি বাড়ছে- যোগাযোগ ব্যবস্থা, আবহাওয়া ও সেনা সংক্রান্ত খবর সহ নানা কারণে আমাদের প্রতি বছর প্রয়োজন হয় ১৭টি উপগ্রহ।
পাশাপাশি যে কোনও সময় দরকার পড়তে পারে আশঙ্কায় দুটি অতিরিক্ত উপগ্রহকে উৎক্ষেপণের জন্য তৈরি রাখতে হয় সব সময়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement