এক্সপ্লোর
Advertisement
ক্রেডিট ও ডেবিট কার্ডে মেটানো যাবে টোল, ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে পুরানো ৫০০ টাকাও
নয়াদিল্লি: দেশের সমস্ত জাতীয় সড়কের ওপর টোলপ্লাজাগুলিতে ই-ওয়ালেট, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টোল দেওয়া যাবে। পাশাপাশি আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত টোল প্লাজাগুলি পুরানো ৫০০ টাকাও নেবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশজুড়ে টোল প্লাজাগুলিতে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে বলেছে। সমস্ত রাজ্যগুলির মুখ্যসচিবদের পাঠানো বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, হাইওয়েগুলিতে নির্বিঘ্ন যাতায়াতের নিশ্চিত করার জন্য টোল প্লাজাগুলিতে ব্যাঙ্কগুলির বসানো পয়েন্ট অফ সেল সিস্টেমের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ডে টোল দেওয়ার বন্দোবস্তর পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর পাশাপাশি টোল প্লাজাগুলিতে ই-ওয়ালেট বসানো হবে। একইসঙ্গে ১৫ ডিসেম্বর পর্যন্ত পুরানো ৫০০ টাকার নোটও নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব দিলীপ কুমার তাঁ বার্তায় এ কথা জানিয়েছেন।
নোটের অভাবের ফলে টোল বুথগুলিতে গাড়ির লাইন দীর্ঘ হতে পারে অনুমান করে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ ও ডিউটি ম্যাজিস্ট্রেট মোতায়েনের জন্যও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নোট বাতিলের পর গত ২ ডিসেম্বর থেকে টোল সংগ্রহ ফের শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement