এক্সপ্লোর
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম লস্কর পান্ডা আবু দুজানা

নয়াদিল্লি: কাশ্মীরে সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। আজ সকালে পুলওয়ামায় বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে কাশ্মীরে লস্কর ই তৈবা জঙ্গিদের পান্ডা আবু দুজানা। তারই সঙ্গে নিকেশ হয়েছে আরও এক লস্কর জঙ্গি আরিফ লিলহারি। জানা গিয়েছে, আরও ২ জঙ্গি ওখানে লুকিয়ে ছিল। তাদের কী হল এখনও পরিষ্কার নয়। নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ছিল, পুলওয়ামার হাকরিপোরা গ্রামে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। এরপরেই গোটা এলাকা ঘিরে ফেলে তারা তল্লাশি শুরু করে। সে সময় গুলি চালাতে শুরু করে একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা। জবাবে গুলি ছোঁড়েন জওয়ানরাও, শুরু হয় সংঘর্ষ। দুজানা ওরফে হাফিজ লস্করের তথাকথিত ডিভিশনাল কমান্ডার ছিল। উত্তর পাকিস্তানের বাসিন্দা এই জঙ্গির মাথার দাম ১০ লাখ টাকা। দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী সন্ধান করছিল তার। এ বছর মে মাসে এই হাকরিপোরা গ্রামেই একটুর জন্য বেঁচেছিল দুজানা। নিরাপত্তা বাহিনী তাকে ঘিরে ফেললেও পাথর ছোঁড়া জনতা তাকে গা ঢাকা দিতে সাহায্য করে। সব মিলিয়ে ৫ বার অল্পের জন্য বেঁচেছে সে। কিন্তু এবার আর ভাগ্য প্রসন্ন ছিল না তার ওপর। নিরাপত্তা বাহিনী এ বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত ১০২ জন জঙ্গিকে খতম করেছে। গত ৭ বছরে এই সময়ের মধ্যে এ বছরেই মারা পড়েছে সব থেকে বেশি জঙ্গি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















