এক্সপ্লোর
আত্মসমর্পণ বিহার বোর্ড কেলেঙ্কারি কাণ্ডের অন্যতম অভিযুক্ত বাচ্চা রাই-এর

পটনা/হাজিপুর: আত্মসমর্পণ করল বিহার ইন্টারমিডিয়েট পরীক্ষা কেলেঙ্কারি কাণ্ডের অন্যতম অভিযুক্ত বাচ্চা রাই। বিহারের বৈশালি জেলার ভগবানপুর থানায় আত্মসমর্পণ করে সে। সেখানেই তাকে গ্রেফতার করে পুলিশ। বিহারের পরীক্ষা কেলেঙ্কারি ও মেধা তালিকায় বিতর্কে বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন পটনা পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট মানু মহারাজ। তিনি জানিয়েছেন, বাচ্চা রাইকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাচ্চা রাইকে এই মামলার ‘কি প্লেয়ার’ বা গুরুত্বপূর্ণ পক্ষ বলেও মনে করছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে জিজ্ঞাসাবাদ করলেই এই মামলার অনেকটা জট খুলে যাবে। প্রসঙ্গত, বাচ্চা রাই বিষুন রাই কলেজের একাধারে সম্পাদক এবং অধ্যক্ষ। যেখান থেকে বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বিজ্ঞান এবং কলা বিভাগে প্রথম হয় রুবি রাই ও সৌরভ শ্রেষ্ঠ। প্রসঙ্গত, আরজেডির সমর্থক বলে সুপরিচিত বাচ্চা রাই-এর বিরুদ্ধে পুলিশকে ফাঁকি দিয়ে পালানোরও অভিযোগ রয়েছে। সম্প্রতি বিজেপি নেতা সুশীল কুমার মোদী অভিযোগ করেন, রাঘোপুর কেন্দ্র থেকে তেজস্বী যাদব এবং মহুয়া কেন্দ্র থেকে তেজ প্রতাপকে জেতানোর ব্যাপারে তাঁদের বাবা লালু প্রসাদ যাদবের থেকেও বেশি কাজ করেছেন বাচ্চা রাই। তিনি আরও বলেন, একথা সকলেরই জানা। এই মামলায় নাম জড়িয়েছে বাচ্চা রাইয়ের মেয়ে শালিনী রাইয়েরও। তাঁর বিরুদ্ধে পটনার কোতওয়ালি থানায় মামলা রুজু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















