এক্সপ্লোর
ঘন কুয়াশায় দেখতে পাননি, ট্রেনের ধাক্কায় মৃত ৪ মহিলা, আহত ১

মুঙ্গের: সকালের ভারী কুয়াশার জেরে বিহারের মুঙ্গেরে একটি ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কা ৫ মহিলাকে। ট্রেনের ধাক্কায় মৃত্যু চার মহিলার, আহত এক। ঘটনাটি ঘটেছে আদালপুর হল্ট স্টেশনের কাছে। সকালের সেই সময় পাঁচ মহিলা স্নান সেরে রেল লাইন পেরিয়ে বাড়ি যাচ্ছিলেন। পাঁচ মহিলাই কাছের একটি গ্রামের বাসিন্দা। মুঙ্গেরের এসপি আশীষ ভারতীর দাবি, হয়তো ঘন কুয়াশা থাকায় ভাগলপুর-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেসটি আসছে যে সেটা বুঝতে পারেনি ওই পাঁচ মহিলা। চার মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত মহিলাকে মুঙ্গের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা রেললাইন অবরোধ করে। মৃতদেহ তুলে নিয়ে যেতে বাধা দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে জনতাকে বুঝিয়ে দেহগুলি ময়নাতদন্তের জন্যে নিয়ে যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















