এক্সপ্লোর
ইঞ্জিন ছাড়াই ১০ কিলোমিটার ছুটল ট্রেন!

ফাইল ছবি
ভূবনেশ্বর: ওড়িশায় শনিবার রাতে কোনও ইঞ্জিন ছাড়াই প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিল একটি যাত্রীবাহী ট্রেন। ট্রেনটির ইঞ্জিন আলাদা করা হয়েছিল। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মী স্কিড ব্রেক প্রয়োগ না করায় ট্রেনটি চলতে শুরু করে। ট্রেনটি সময় মেনে চলছে না দেখে টনক নড়ে রেলের কর্মীদের। তাঁরা রেল লাইনে পাথর রেখে ট্রেনটিকে থামাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে ট্রেনটি ১০ কিমি পথ চলে গিয়েছে। রেল জানিয়েছে, এই ঘটনায় সমস্ত যাত্রীই সুরক্ষিত রয়েছেন। শনিবার রাত ১০ টা নাগাদ টিটলাগড় স্টেশন থেকে আহমেদাবাদ-পুরি এক্সপ্রেস এভাবে ইঞ্জিন ছাড়াই চলতে শুরু করেছিল।
ইস্ট কোস্ট রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, সমস্ত যাত্রীই সুরক্ষিত রয়েছেন। কারুর কোনও আঘাত লাগে নি। ট্রেনটির অন্যপ্রান্তে সংযুক্ত করার জন্য ইঞ্জিন আলাদা করা হয়। এরপরই ট্রেনটি কেসিঙ্গার দিকে চলতে শুরু করে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, টিটলাগড় থেকে কেসিঙ্গার দিক ঢালু। শান্টিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রেলের দুই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। মুখপাত্র জানিয়েছেন, ট্রেনটিকে থামানোর পর সেখানে ইঞ্জিন পাঠিয়ে দেওয়া হয়। সম্বলপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জয়দীপ গুপ্ত এই ঘটনায় আধিকারিক পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।#WATCH Coaches of Ahmedabad-Puri express rolling down towards Kesinga side near Titlagarh because skid-brakes were not applied #Odisha (07.04.18) pic.twitter.com/bS5LEiNuUR
— ANI (@ANI) April 8, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















