এক্সপ্লোর
পাশে শুয়ে কুমীর! ঘুম থেকে উঠে চোখ ছানাবড়া আদিবাসীর

মালকানগিরি: সকালে ঘুম থেকে উঠে দাসরথি পাদিয়ামি যা দেখলেন, তাতে তাঁর মেরুদণ্ড দিয়ে বয়ে গেল হিমেল স্রোত। বিশাল একটা কুমীর শুয়ে রয়েছে বিছানার পাশে! আর বিলম্ব করেননি তিনি। স্ত্রীকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়লেন দাসরথি। ওড়িশার মালকানগিরির মুনসা গ্রামের আদিবাসী দম্পতির দুই কন্যা তখন বাড়ির অন্য একটা ঘরে ঘুমিয়ে ছিল। দাসরথি তাঁদের বাড়ির চালের ওপরে চলে যেতে বললেন। দম্পতির চিত্কার চেঁচামেচিতে ছুটে এলেন গ্রামের লোকজন। অ্যাসবেস্টাসের চাল ভেঙে দাসরথির দুই মেয়েকে বাইরে বের করে আনেন তাঁরা। এরপর কুমীরটিকে ধরে গাছে বেঁধে রেখে বন দফতরে খবর দেন গ্রামবাসীরা। খবর পেয়ে ছুটে আসেন বন দফতরের আধিকারিকরা। মালকানকারি বনাঞ্চলের রেঞ্চ অফিসার বাসুদেব নায়েক জানিয়েছেন, ১২ ফুট লম্বা ও ৫০০ কেজি ওজনের কুমীরটিকে মুনসা গ্রাম থেকে ৬০ কিমি দূরের একটি জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কুমীরটি সম্ভবত সিতাগুড়া বাঁধ থেকে দাসরথির বাড়িতে ঢুকে পড়েছিল বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















