এক্সপ্লোর
Advertisement
ত্রিপুরা বিধানসভায় ধুন্ধুমার, স্পিকারের ন্যায়দণ্ড ছিনিয়ে দৌড় তৃণমূল বিধায়কের
আগরতলা: ত্রিপুরা বিধানসভায় অভিনব দৃশ্য। বিক্ষোভের নামে স্পিকারের ন্যায়দণ্ড ছিনিয়ে দৌড় তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণের। বিধানসভার কক্ষ জুড়ে ছুটোছুটি। শেষপর্যন্ত বিধায়ক দণ্ড ফেরত দিলেও বেশ কিছুক্ষণের জন্য স্থগিত হয়ে যায় বিধানসভার অধিবেশন। ন্যায় পাচ্ছি না, তাই ন্যায়দণ্ড হাতে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের। সমালোচনা রাজ্যপালের।
আজ সকালে এমনই দৃশ্যে সাক্ষী ছিল ত্রিপুরা বিধানসভা ভবন। আজ সকালে তৃণমূল বিধায়ক সুদীপ বাবু অন্যান্য বিধায়কদের সঙ্গে সেখানে জমায়েত করেছিলেন। বনমন্ত্রী নরেশ জামাতিয়ার বিরুদ্ধে সরব হয়ে ছিলেন সবাই। তখনই উত্তেজনার বসে হঠাত্ করে ন্যায়দণ্ড নিয়ে ছুট দেন সুদীপ রায় বর্মণ। পরে তাঁর পিছনে এক মার্শাল ছুটে যান সেই ন্যায়দণ্ড উদ্ধার করার জন্যে।
এধরনের ঘটনা সংসদের ঐতিহ্য, নীতি এবং প্রথার বিরোধী মন্তব্য করেন স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ। স্পিকার জানান, আগাম কোনও নোটিস ছাড়া একটি বিষয় নিয়ে সুদীপ বাবু এবং অন্য বিরোধী দলের বিধয়করা হঠাত্ করে বিধানসভায় সরব হয়ে ওঠেন। তারপরই উত্তেজনার বশে এই কাণ্ড ঘটায় সুদীপ বাবু।
এই ঘটনা প্রসঙ্গে সুদীপ বাবু জানিয়েছেন, তাঁদের বিধানসভায় বলতে দেওয়া হচ্ছিল না। নিজেদের বক্তব্য প্রকাশের সুযোগ না পেয়ে, ন্যায় না পেয়ে, ন্যায়দণ্ড নিয়ে চলে যান বলে জানান সুদীপ বাবু।
ভিডিওতে দেখুন সেই ঘটনা
ত্রিপুরা বিধানসভার স্পিকারের অবমাননা তৃণমূল বিধায়কের
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement