আমাদের রাজ্য থেকে শিখুন, টুইট সিদ্দারামাইয়ার, আপনার জমানায় কৃষক-আত্মহত্যা সবচেয়ে বেশি, পাল্টা আদিত্যনাথ
বেঙ্গালুরু: ইন্টারনেটের দুনিয়ায় ভাইরাল দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাকযুদ্ধ।
উন্নয়ন ও প্রশাসন নিয়ে টুইটারে কথার লড়াই শুরু হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মধ্যে। বিজেপির কর্নাটক শাখা আয়োজিত ‘নব কর্নাটক পরিবর্তন যাত্রা’-য় গতকালই যোগ দেন আদিত্যনাথ। সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কর্নাটকে কংগ্রেস সরকারের ‘অপকর্ম ফাঁস’ করার জন্য ৭৫-দিনের কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির।
সেই উপলক্ষ্যে, রাজ্যে যোগী আদিত্যনাথকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া টুইট করে বলেন, রাজ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাই। আমাদের রাজ্য থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। বিশেষ করে, উত্তরপ্রদেশে অনাহারে মৃত্যুর মোকাবিলা কী করে করা যায়। এর জন্য দয়া করে আমাদের ইন্দিরা ক্যান্টিন ও রেশন দোকানগুলিতে যাবেন।
https://twitter.com/siddaramaiah/status/949977564973432832জবাব দিতে সময় নষ্ট করেননি আদিত্যনাথ। টুইটারে তিনি লেখেন, স্বাগত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি শুনলাম, এখানে আপনার জমানায় কৃষকরা আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া, সৎ আধিকারিক ও পুলিশ অফিসারের মৃত্যুর কথা না হয় বাদ দিলাম। তিনি যোগ করেন, আপনার শরিকরা (রাজ্যে) যে কষ্ট ও অনাচার বয়ে নিয়ে এসছে, তার মোকাবিলা করার কাজ শুরু করেছি।
https://twitter.com/myogiadityanath/status/950032486511337472মাইক্রো-ব্লগিং সাইটে দুই মুখ্যমন্ত্রীর এই বাকযুদ্ধ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এমন অবস্থা হয়েছে যে—দুপক্ষের অনুগামীরাও এই লড়াইয়ে নেমে পড়েছেন। গতকাল একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আদিত্যনাথ বলেন, দলটি দেশের কাছে বোঝা হয়ে উঠেছে। দুর্নীতি, বিভাজনমূলক রাজনীতি এবং উন্নয়ন-বিরোধী নীতি দিয়ে কংগ্রেস-শাসিত প্রশাসন কর্নাটককে পাঁচ বছর পিছিয়ে দিয়েছে। তাঁর অভিযোগ, নির্বাচনের কথা মাথায় রেখে জাতপাতের ভিত্তিতে সমাজে বিভাজন সৃষ্টি করছে কংগ্রেস।