এক্সপ্লোর
Advertisement
ভারতে ২ কোটি বেআইনি বাংলাদেশি, সংসদে রিজিজু
নয়াদিল্লি: সরকারের হাতে যে পরিসংখ্যান রয়েছে, সেই অনুসারে ভারতে বসবাস করছে প্রায় ২ কোটি বেআইনি বাংলাদেশি। রাজ্যসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।
তিনি বলেছেন, বাংলাদেশি নাগরিকরা বৈধ কাগজপত্র ছাড়াই এ দেশে ঢুকছে বলে নানা সূত্রে খবর পাচ্ছে সরকার। যেহেতু নির্বিচারে, চুপি চুপি ওদের অনুপ্রবেশ ঘটেই চলেছে, তাই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া বাংলাদেশিদের ব্যাপারে সঠিক পরিসংখ্যান রাখা সম্ভব নয়। তবে এ ধরনের বেআইনি বিদেশি নাগরিকদের বের করে দেওয়ার প্রক্রিয়াও লাগাতার চলছে বলে জানান রিজিজু।
ঘটনাচক্রে ২০১৪-র লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির তত্কালীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন, তিনি ক্ষমতায় এলে 'বাংলাদেশিদের' বের করে দেওয়া হবে। নির্বাচনী প্রচারসভায় তিনি বলেছিলেন, স্রেফ ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে ওদের লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাচ্ছেন রাজনৈতিক নেতারা। কিন্তু ১৬ মে-র পর এ ধরনের বাংলাদেশিদের চলে যেতে হবে, তাঁরা বাক্সপ্যাটরা গুছিয়ে তৈরি থাকুন।
প্রসঙ্গত, বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশের বোঝা সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে অসম, বাংলাদেশ-এই দুই রাজ্যকেই, এমনটাই দাবি বিজেপির। অসমে ১৯৭৯ থেকে ১৯৮৫ পর্যন্ত ৬ বছর ধরে বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। বিজেপির ২০১৪-র নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছিল, তারা সীমান্ত দেখভাল ব্যবস্থা খতিয়ে দেখে উন্নত করবে, বেআইনি অনুপ্রবেশ রোধে শাস্তিমূলক ব্যবস্থা চালু করা হবে। তারা অগ্রাধিকারের ভিত্তিতে উত্তর পূর্বাঞ্চলে বেআইনি অনুপ্রবেশ, অভিবাসনের সমস্যার দিকে নজর দেবে, স্পষ্ট নীতি তৈরি করে তৃণমূল স্তরে তা যথাযথ ভাবে রূপায়ন করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement