এক্সপ্লোর
Advertisement
চলতি পলিসির উল্লেখ করে কাশ্মীরের ২ জনকে ভিসা দিল না আমেরিকা!
শ্রীনগর: আমেরিকার ভিসা পেলেন না জম্মু ও কাশ্মীরের দুজন বাসিন্দা। তনভির হুসেন, খান আবিদ হুসেন নামে ওই দুজনকে চলতি মার্কিন নীতির কারণ দেখিয়ে ভিসা দেওয়া হয়নি বলে অভিযোগ। ওয়ার্ল্ড স্নো শু চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে যোগ দিতে ভিসার আবেদন জানিয়েছিলেন তাঁরা। ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে সেই প্রতিযোগিতা হচ্ছে। গত ২৭ ডিসেম্বর ওই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয় স্নো সু ফেডারেশন অব ইন্ডিয়াকে। অ্যাথলেট তনভির ও আবিদের ভারতের প্রতিনিধিত্ব করার কথা ছিল সেখানে।
যদিও নয়াদিল্লির মার্কিন দূতাবাসের মুখপাত্র জানিয়ে দিয়েছেন, গোপনীয়তা রক্ষার কারণে নির্দিষ্ট কোনও ভিসার ব্যাপারে আলোচনা করতে পারব না। কিন্তু এটা বলতে পারি, সাম্প্রতিক প্রশাসনিক নির্দেশের আওতায় ভারতীয়রা পড়ছেন না।
পিটিআইয়ের খবর, নিজের ফেসবুক পেজে ওদের ভিসা না পাওয়ার খবর জানিয়েছেন নিউ ইয়র্কের সারানাক লেক গ্রামের মেয়র ক্লাইড রাবিদেউ। ওই ডেমোক্র্যাট মেয়রের পোস্টে প্রকাশ, আবিদ খান তাঁকে লিখেছেন, দুঃখিত স্যার। ভিসা পেলাম না। আবিদের দাবি, যাবতীয় প্রয়োজনীয় নথি ভিসার আবেদনের সঙ্গে দেওয়া হয়েছিল। কিন্তু নয়াদিল্লির মার্কিন দূতাবাসের মহিলা অফিসার বলে দেন, দুঃখিত, আমাদের চলতি পলিসি অনুসারে আপনাদের ভিসা দেওয়া যাচ্ছে না।
গত শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রশাসনিক নির্দেশে সই করেছেন যাতে সাতটি মুসলিম প্রধান দেশ থেকে উদ্বাস্তুদের আমেরিকায় ঢোকা চার মাস নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সিরিয়া থেকে উদ্বাস্তুদের মার্কিন মুলুকে ঢোকায় অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই সাত দেশের নাগরিকরা ৯০ দিন আমেরিকায় ঢুকতে পারবেন না। যদিও ট্রাম্প নির্দেশিকায় সই করার পরপরই এক ফেডারেল বিচারক তাতে আংশিক স্থগিতাদেশ জারি করে জানিয়ে দেন, আমেরিকার সীমান্তে আটক শরণার্থী ও অন্যদের বের করে দিতে পারবে না মার্কিন কর্তৃপক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement