এক্সপ্লোর
Advertisement
ইভটিজিং উচ্চবর্ণের যুবকদের, প্রতিবাদ, মধ্যপ্রদেশে গুলিতে খুন ২
ভিন্দ (মধ্যপ্রদেশ): পরিবারের মহিলাকে উচ্চবর্ণের যুবকদের উত্যক্ত করার প্রতিবাদ করে মধ্যপ্রদেশে গুলিতে খুন দুজন।
ভিন্দের রৌন থানার আওতায় মানগড় গ্রামের ঘটনা।
এএসপি রাজেন্দ্র প্রসাদ জানান, গতকাল বিকালে হ্যান্ডপাম্প থেকে ওই মহিলা জল তুলছিলেন। কয়েকজন উচ্চবর্ণের যুবক তাঁকে বিরক্ত করায় তিনি সে কথা অভিভাবকদের জানান। তাঁরা অভিযুক্ত যুবকদের বাড়ি গিয়ে তাদের মারধর করেন। এরপরই মোটরসাইকেলে চেপে উচ্চবর্ণভুক্ত লোকজন মহিলার বাড়িতে চড়াও হয়, তাঁর পরিবারের সদস্যদের ওপর গুলি চালায়। বীরেন্দ্র সিংহ, বলরাম সিংহ কুশওয়া ও জগদীশ সিংহ জখম হন। তিনজনকেই হাসপাতালে পাঠানো হয়।
তবে বীরেন্দ্র ও বলরামের রাস্তায়ই মৃত্যু হয়। জগদীশকে সঙ্কটজনক অবস্থায় গোয়ালিয়র পাঠানো হয়।
এ ব্য়াপারে ১৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সুপার প্রশান্ত খারে ঘটনার তদন্তে টিম গঠন করেছেন।
কেউ এখনও গ্রেফতার হয়নি। ঘটনার পর থেকে গ্রামে থমথমে পরিস্থিতি, উত্তেজনা রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement