এক্সপ্লোর
ঝাড়খণ্ডে মাংস ব্যবসায়ীকে পিটিয়ে খুনে আরও ২ অভিযুক্তের আত্মসমর্পণ
![ঝাড়খণ্ডে মাংস ব্যবসায়ীকে পিটিয়ে খুনে আরও ২ অভিযুক্তের আত্মসমর্পণ Two More Accused In Ramgarh Beef Lynching Surrender ঝাড়খণ্ডে মাংস ব্যবসায়ীকে পিটিয়ে খুনে আরও ২ অভিযুক্তের আত্মসমর্পণ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/03145454/jharkhand-man-beaten-.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রামগড় (ঝাড়খণ্ড): ২৯ জুন ঝাড়খণ্ডে মাংস ব্যবসায়ী, হাজারিবাগের মানুয়া গ্রামের বাসিন্দা মহম্মদ আলিমুদ্দিনকে গাড়িতে গোমাংস নিয়ে যাওয়ার সন্দেহে পিটিয়ে খুনের ঘটনায় এফআইআরে নাম থাকা আরও ২ জন মূল অভিযুক্তের আত্মসমর্পণ। রামগড় আদালতে আজ তারা ধরা দেয় বলে যুগ্ম সাংবাদিক বৈঠকে জানান রামগড়ের ডেপুটি কমিশনার রাজেশ্বরী বি ও পুলিশ সুপার কিশোর কৌশল।
ছোটু রানা নামে এক প্রধান অভিযুক্ত ধরা দিয়েছে আগেই। আজ যারা ধরা দিল, তারা হল দীপক মিশ্র ও ছোটু ভার্মা। এসপি জানান, প্রশাসন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্ল্যান করেছে। তার জেরেই আত্মসমর্পণ।
এপর্যন্ত সাত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আলিমুদ্দিনকে নিগ্রহের ঘটনার ভিডিও, ছবিতে দেখা গিয়েছে আরও যে তিনজনকে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ সুপার জানান, প্রশাসন সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও, ছবিগুলি খতিয়ে দেখছে বিশেষ টিম।
তিনি এও জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকায় উত্তেজনাপ্রবণ এলাকাগুলি থেকে নিরাপত্তাকর্মী কমিয়ে আনা হচ্ছে। তবে বিশেষ কয়েকটি চিহ্নিত এলাকায় পর্যাপ্ত সংখ্যায় বাহিনী মোতায়েন রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)