জয়েন্ট (মেইন) পরীক্ষায় ১০০ শতাংশ পেয়ে দেশে প্রথম স্থানাধিকারী উদয়পুরের কল্পিত
নয়াদিল্লি: যাকে বলে পারফেট হান্ড্রেড!
১০০ শতাংশ নম্বর পেয়ে জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষায় দেশে প্রথম স্থান দখল করলেন রাজস্থানের উদয়পুরের ছাত্র কল্পিত বীরবল।
বৃহস্পতিবারই, জয়েন্টের ফলাফল ঘোষণা করেছে সিবিএসই। আইআইটি সহ দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় পড়ুয়াদের।
সেই পরীক্ষায়, মোট ৩৬০ নম্বরের মধ্যে ৩৬০ পেয়ে সকলকে তাক লাগিয়ে দেন কল্পিত। তবে, কল্পিতের মেধার পরিচয় এর আগেও মিলেছে। ইন্ডিয়ান জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ও ন্যাশনাল ট্যালেন্ট সার্চ একজামিনেশনেও টপার হয়েছিলেন তিনি।
দেশে প্রথম হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কল্পিত বলেন, কোটা বা হায়দরাবাদে কোচিং নেওয়ার জন্য অনেকেই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, আমি পড়াশোনাকে চাপ হিসেবে দেখতে চাইনি। আমি পড়াশোনাকে উপভোগ করতে চেয়েছি। তাই উদয়পুরেই থেকে এখানকার একটি কোচিং সেন্টারে গিয়ে প্রস্তুতি সেরেছি।
উদয়পুরের এমডিএস স্কুলের ছাত্র কল্পিত জানান, তিনি একদিনও ক্লাস ফাঁকি দেননি। তিনি স্বীকার করেন, পরীক্ষায় ভাল ফল আশা করলেও কখনই ভাবেননি একেবারে শীর্ষ স্থানাধিকারী হবেন। তাও আবার পারফেক্ট স্কোর করে। বলেন, আমি প্রতিদিন ৫-৬ ঘণ্টা করে বাড়িতে পড়তাম। বাকি সময় কাটত স্কুল বা কোচিংয়ে।
কল্পিতের বাবা পুষ্পেন্দ্র বীরবল সরকারি হাসপাতালের পুরুষ নার্স পদে কাজ করেন। মা পেশায় সরকারি স্কুলশিক্ষিকা। ফলে, বাবা-মা দুজনের থেকে পড়াশোনা ও স্বাস্থ—দুই বিষয়ই সচেতনাতা লাভ করেছেন কল্পিত। বললেন, বাবা-মা আমার স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তিত। তাঁরা নিশ্চিত করতেন, কোনওভাবে যাতে না আমি ঠান্ডা-সর্দি-জ্বর-কাশিতে ভুগি।
প্রসঙ্গত, এবছর, প্রায় ১০.২ লক্ষ পড়ুয়া জেইই মেইন পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষা হয়েছিল এপ্রিল মাসে। এই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসার অনুমতি পেলেন।