‘২১ মে সন্ত্রাস বিরোধী দিবস’, বিশ্ববিদ্যালয়গুলোকে তর্ক সভা, আলোচনা চক্র, সম্মেলন আয়োজনের নির্দেশ ইউজিসি-র
দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে তর্ক-বিতর্ক সভা, আলোচনা চক্র, ফিল্ম স্ক্রিনিং, সম্মেলন আয়োজন করার জন্য তারা আর্জি জানিয়েছে ইউজিসি।
নয়াদিল্লি: দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের সিদ্ধান্ত, প্রতিবছরের মতো এবারও ২১ মে সারা দেশে সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হবে। আর সেই হেতু দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে তর্ক-বিতর্ক সভা, আলোচনা চক্র, ফিল্ম স্ক্রিনিং, সম্মেলন আয়োজন করার জন্য তারা নির্দেশ দিয়েছে ইউজিসি। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণাধীন কলেজগুলোতেও যেন এই একই কর্মসূচি গ্রহণ করা হয় সেই বিষয়েও নজর দেওয়ার জন্য উপাচার্যদের কাছে চিঠি দিয়ে জানিয়েছে কমিশন।
চিঠিতে তারা লিখেছে, “প্রতিবছরই ২১ মে সন্ত্রাস বিরোধী দিবস পালিত হয়। দেশের সুরক্ষা সম্বন্ধে যুবদের ওয়াকিবহল করা এবং সন্ত্রাস থেকে দূরত্ব বজায় রাখার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়। আপনাদের অনুরোধ করা হচ্ছে, ২১ মে ২০১৯ আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নিয়ন্ত্রণাধীন কলেজগুলোতে উল্লেখিত কর্মসূচি পালন করুন।” উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি পাঠিয়েছে কমিশন।
প্রসঙ্গত, এই দিনেই সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী। ২১ মে, ১৯৯১ সালে তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে বোমা বিস্ফোরণে নিহত হয়েছিলেন তিনি।