এক্সপ্লোর
Advertisement
স্বচ্ছ ভারত অভিযানের সমালোচনা করে কেন্দ্রের তোপে রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞ
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযানের সমালোচনা করে কেন্দ্রের তোপের মুখে রাষ্ট্রপুঞ্জের নিয়োজিত বিশেষজ্ঞ। রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি, লিও হেলার নামের সেই বিশেষজ্ঞ ব্যক্তি ভারতের বিভিন্ন গ্রাম, শহরাঞ্চল এবং বস্তি এলাকায় গিয়েছিলেন। স্বচ্ছ ভারত অভিযানের বহুল প্রচার সত্ত্বেও সেখানে গিয়ে লিও হেলারের মনে হয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতা, স্বচ্ছ পানীয় জল এগুলো এখনও শুধুমাত্র খাতায় কলমেই আবদ্ধ হয়ে রয়েছে। বাস্তবে মানুষের প্রাথমিক অধিকার হয়ে উঠতে পারেনি। মূলত গ্রামগঞ্জ বা বস্তি এলাকায় বহু মানুষ রয়েছেন যাঁদের কোনও সরকারি নথি নেই। তাঁরা জানেনই না সঠিক ভাবে কীভাবে কার্যকর করা যায় এই প্রকল্প। কারণ, সরকারের এই অভিযানের সঠিক কোনও মুখই নেই। যাঁরা তাঁদের নির্দেশ দেবে।
লিও হেলার তাঁর বক্তব্যে আরও বলেন, এই প্রকল্পের আওতায় শৌচাগার তৈরিতে বিশেষ জোর দেওয়া হলেও, পরিশ্রুত পানীয় জলের কোনও উল্লেখ করা হয়নি। একটি সাংবাদিক বৈঠক ডেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তাঁর বক্তব্য পরিস্কার করে বলেছেন হেলার। তিনি সেখানে আরও দাবি করেছেন, যেখানেই তিনি গিয়েছেন তিনি দেখেছেন ক্লিন ইন্ডিয়ার লোগোয় মহাত্মা গাঁধীর চশমার ছবি রয়েছে। তৃতীয় বছরে পৌঁছে গিয়েছে এই প্রকল্প। এখন সময় হয়েছে সেই লেন্স সরিয়ে মানবাধিকারের লেন্সের নজরে প্রকল্পটি বিচার করে দেখার।
হেলারের এই বক্তব্যেই বেজায় চটেছে কেন্দ্রীয় সরকার। সরকারের দাবি, হেলার এই মন্তব্য করে জাতির জনককেই অপমান করেছেন। সারা বিশ্ব যাঁকে চেনেন মানবাধিকারের প্রতিনিধি হিসেবে, তাঁর সম্পর্কে এধরনের মন্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement