এক্সপ্লোর
দুবাই থেকে আসা বিমানে মালিকানাহীন ব্যাগ ঘিরে আতঙ্ক অমৃতসর বিমানবন্দরে

অমৃতসর: দুবাই থেকে আসা স্পাইসজেট বিমানে একটি মালিকানাহীন ব্যাগ পাওয়া যায় বৃহস্পতিবার। তীব্র আতঙ্ক ছড়ায় অমৃতসর বিমানবন্দরে। বিমানবন্দরের লোকজন জানান, ১৮৩ জন যাত্রী নিয়ে স্পাইসজেটের ফ্লাইট এসজি ০৫৬ বিমানবন্দরে অবতরণের পর যাত্রীরা কনভেয়ার বেল্ট থেকে যার যার মালপত্র তুলে নিলেও একটি ব্যাগ নিতে কেউ না আসায় আতঙ্ক তৈরি হয়, ওটা বোমা নয় তো! খবর পেয়ে দ্রুত চলে আসে বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়কারী করার দল। ব্যাপক তল্লাশি চলে। স্পাইসজেট বিমানে আসা যাত্রীদের বাকি মালপত্রও তল্লাশি হয়। বিস্ফোরণ হতে পারে ধরে নিয়ে যাবতীয় প্রস্তুতিও সেরে রাখা হয়। তবে ব্যাগটি পরীক্ষা করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরে জানা যায়, সেটি ইন্দোনেশিয়ার এক নাগরিকের। দুবাই বিমান বন্দরে নিরাপত্তা ও অভিবাসন সংক্রান্ত যাবতীয় চেকিং হয়ে গেলেও তিনি বিমান ‘মিস করেন’, ফিরে যান। দুবাই বিমানবন্দরের অফিসাররা ফ্লাইট কমান্ডারকে চেক-ইন হওয়া ব্যাগটির ব্যাপারে জানিয়েছিলেন। তিনি অমৃতসরের এটিসি অফিসারদের আলাদা পার্কিং স্ট্যান্ডের ব্যবস্থা করতে অনুরোধ করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















