এক্সপ্লোর
Advertisement
লকডাউনেও মানবিক, একবেলা খেয়ে বাকি খাবার ১৩টি পোষা কুকুরকে দিচ্ছেন চেন্নাইয়ের মহিলা
চেন্নাইয়ের ওই মহিলার নাম এ. মীনা। রাঁধুনির কাজ করেন তিনি। দু-কামরার বাড়িতে ১৩টি কুকুরকে নিয়ে থাকেন।
চেন্নাই: করোনা লকডাউনের জেরে স্তব্ধ বিশ্ব। থমকে অর্থনীতি। কাজ হারিয়েছেন বহু মানুষ। অন্ন সংস্থান করাই দুঃসহ হয়ে দাঁড়াচ্ছে অনেকের। একবেলা পেট ভরাতেই ঘুম ছুটছে আমজনতার।
আরও বেহাল দশা পোষা বা রাস্তার কুকুর-বেড়ালদের। দোকানবাজার বন্ধ। তাই অভুক্ত থাকতে হচ্ছে তাদের। পোষ্যদের জন্য এবার অভিনব কাণ্ড ঘটিয়ে ফেললেন চেন্নাইয়ের এক মহিলা। নিজের ১৩টি সারমেয়কে খাওয়ানোর জন্য তিনি নিজে এখন এক বেলা উপবাস করছেন। আর সেই খাবার তুলে দিচ্ছেন পোষা কুকুরদের মুখে।
চেন্নাইয়ের ওই মহিলার নাম এ. মীনা। রাঁধুনির কাজ করেন তিনি। দু-কামরার বাড়িতে ১৩টি কুকুরকে নিয়ে থাকেন। গত ২১ বছর ধরে ওই বাড়ির বাসিন্দা তিনি। লকডাউন ঘোষণা করার আগেই কয়েক বাড়ি থেকে আগাম মাইনে নিয়ে পর্যাপ্ত চাল ও পশুদের খাবার (পেডিগ্রি) কিনে রেখেছিলেন।
সংবাদমাধ্যমে মীনা বলেছেন, ‘যে সমস্ত বাড়িতে কাজ করি তাদের থেকে আগাম মাইনে চাইতে খারাপ লেগেছিল। তবে দুটো বাড়ির কর্তারা দুমাসের মাইনে আগাম দিয়ে দিয়েছিলেন। তাঁরা জানেন যে আমার বাড়িতে ১৩টি পোষা কুকুর রয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘আমি খুব একটা খেতে পারি না। যা খাবার রান্না করি, কুকুরদের সঙ্গে ভাগ করে খাই। তবে আমাকে এখন একটু হিসেব করে খরচ করতে হচ্ছে। তাই একবেলা খাই আর একবেলার খাবার ওদের দিয়ে দিই।’
তাও মন খারাপ মীনার। কারণ, বাড়ির পোষ্যদের পাশাপাশি তিনি রাস্তার কুকুরদেরও খাওয়াতেন। লকডাউনে সেসব বন্ধ। আপাতত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement