এক্সপ্লোর
উত্তর প্রদেশে বার হল কুখ্যাত ডন ছোটা রাজন আর মুন্না বজরঙ্গীর ডাকটিকিট!
১২টা টিকিট বার হয়েছে ছোটা রাজনের নামে, ১২টা মুন্না বজরঙ্গীর নামে। দাম ৫ টাকা করে।

কানপুর: কেলেঙ্কারি করেছে কানপুরের ডাক বিভাগ। মাই স্টেপ প্রকল্পে আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন ও গ্যাংস্টার মুন্না বজরঙ্গীর ডাকটিকিট বার করেছে তারা। একেবারে কানপুরে ডাক বিভাগের সদর দফতর থেকে এই টিকিট প্রকাশিত হয়েছে। ১২টা টিকিট বার হয়েছে ছোটা রাজনের নামে, ১২টা মুন্না বজরঙ্গীর নামে। দাম ৫ টাকা করে। জানাজানি হতে রাজ্য প্রশাসনে হইচই পড়ে গিয়েছে। অবাক করে দেওয়া ব্যাপার হল, সংশ্লিষ্ট কোনও আধিকারিক ছাপায় যাওয়ার আগে ছবিগুলো দেখে নেওয়ার প্রয়োজনও বোধ করেননি। আপাতত প্রশাসন এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। মাই স্টেপ প্রকল্পে সাধারণ মানুষ নিজেদের ছবি ডাকটিকিটে ছাপাতে পারেন। এ জন্য জমা দিতে হয় মাত্র ৩০০ টাকা আর নিজের ছবি। এভাবে নিজের ছবি দেওয়া ১২টি ডাকটিকিট আপনার হাতে এসে যাবে। অন্যান্য ডাকটিকিটের মতই গুরুত্ব পবে এই ডাকটিকিট। এর মাধ্যমে দেশের যে কোনও জায়গায় আপনি পোস্ট পাঠাতে পারেন। এটি পেতে হলে নিজের শহরের পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে। তবে শুধু জীবন্ত ব্যক্তিরই ডাকটিকিট বার হওয়া সম্ভব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















