এক্সপ্লোর
করোনা রুখতে সাহায্য করতে পারে 'ভাবিজি পাঁপড়', আজব দাওয়াই কেন্দ্রীয়মন্ত্রীর
দেশ তথা বিশ্বজুড়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সারা বিশ্বের বৈজ্ঞানিক ও গবেষকরা এই অতি সংক্রামক ভাইরাসের প্রতিষেধক খুঁজতে মাথার ঘাম পায়ে ফেলছেন। সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাও উড়ো খবর সম্পর্কে প্রত্যেককে সতর্ক করে দিয়েছে।

নয়াদিল্লি: দেশ তথা বিশ্বজুড়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সারা বিশ্বের বৈজ্ঞানিক ও গবেষকরা এই অতি সংক্রামক ভাইরাসের প্রতিষেধক খুঁজতে মাথার ঘাম পায়ে ফেলছেন। সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাও উড়ো খবর সম্পর্কে প্রত্যেককে সতর্ক করে দিয়েছে। এরইমধ্যে আজব নিদান হাঁকলেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি সাংসদ। একেবারে হাতেগরম দাওয়াই বাতলে কেন্দ্রীয় জলসম্পদ, নদী উন্নয়ন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলে দিলেন, একটা পাঁপড়ই নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করবে। মেঘওয়াল বলেছেন, ‘ভাবিজি’ ব্র্যান্ড নামের পাপড় করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করতে পারে। তাঁর এই আজব দাওয়াইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে মন্ত্রী দাবি করেছেন, ‘ভাবিজি’ পাঁপড়ে যে উপকরণগুলি রয়েছে, সেগুলি করোনাভাইরাস অ্যান্টিবডি তৈরি করতে সহায়ক। মেঘওয়াল বলেছেন, আত্মনির্ভর ভারত উদ্যোগের আওতায় একটি পাঁপড় প্রস্তুতকারক এই পণ্য নিয়ে এসেছে, যা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে। তাঁর দাবি, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই পাঁপড় কার্যকরী বলে প্রমাণিত হবে। দেশে করোনার প্রকোপ শুরুর পর ‘গো করোনা গো’ জিঙ্গল হয়ে উঠেছিল। সেইসঙ্গে করোনা সংক্রমণ দ্রুত সারানোর বিভিন্ন ভুয়ো মেসেজও সামনে আসতে শুরু করে। আর এখন এই আজব তালিকায় যুক্ত হল ‘ভাবিজি পাঁপড়’ও। এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় রসিকতাপূর্ণ মিমও সামনে এসেছে। বিরোধী নেতারাও কেন্দ্রীয় মন্ত্রীকে নিশানা করেছেন। কংগ্রেস নেতা বিজয় সিংহ কটাক্ষ হেনে বলেছেন, সরকার তো এমনই মন্ত্রী বাছাই করেন, যিনি বলেন, পাঁপড় করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। এছাড়ও আরও অনেক ইউজার ঠাট্টাতামাশার মাধ্যমে মন্ত্রীর আজব দাবিকে বিদ্রুপ করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















