এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্র:ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেম না করার অভিনব শপথ কলেজ ছাত্রীদের
মহারাষ্ট্রের অমরাবতী জেলার চান্দুর রেল স্টেশন সংলগ্ন একটি মহিলা কলেজের ছাত্রীদের অভিনব শপথ। ভ্যালেন্টাইন ডে-তে তাঁদের অধ্যাপকদের সামনে শপথ নিলেন যে, কোনও ছেলের সঙ্গে তাঁরা প্রেম করবেন না।
মহারাষ্ট্র: মহারাষ্ট্রের অমরাবতী জেলার চান্দুর রেল স্টেশন সংলগ্ন একটি মহিলা কলেজের ছাত্রীদের অভিনব শপথ। ভ্যালেন্টাইন ডে-তে তাঁদের অধ্যাপকদের সামনে শপথ নিলেন যে, কোনও ছেলের সঙ্গে তাঁরা প্রেম করবেন না। শুধু তাই নয়, প্রেম করে বিয়েও করবেন না তাঁরা। ছাত্রীরা এই অভিনব শপথের কারণও জানিয়েছেন। তাঁরা বলেছেন, প্রেমের সম্পর্কে জড়িয়ে অনেক মেয়েরই জীবন নষ্ট হয়ে যাচ্ছে। সেইসঙ্গে প্রেম-সংক্রান্ত অপরাধের হারও বাড়ছে। অনেক মেয়েই বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিপদে পড়েন এবং এর জন্য আপসোস করেন।
শুধু তাই নয়, ওই ছাত্রীদের বক্তব্য, প্রেম করে বিয়ের পরও পণ দিতে হয়। ছাত্রীদের আরও শপথ, যে বাড়িতে পণপ্রথা প্রচলিত রয়েছে হয়, সেই বাড়িতেও তাঁরা বিয়ে করবেন না।
ছাত্রীরা ভিন্ন ভিন্ন কারণে এই অভিনব শপথ নিয়েছেন। কেউ বলেছেন, প্রেমের সম্পর্কে জড়িয়ে মেয়েরা তাঁদের লক্ষ্য থেকে পথভ্রষ্ট হয়ে পড়েন। মা-বাবার আস্থাও ভঙ্গ হয় এতে। প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের পর অনেক বিয়েই ভেঙে যায়। কোনও কোনও ক্ষেত্রে সংশ্লিষ্ট মেয়ের জীবনও নষ্ট হয়ে যায়।
শপথ গ্রহণকারী ছাত্রীরা ওয়ার্ধা জেলার হিঙ্গনঘাটের ঘটনার প্রসঙ্গও উল্লেখ করেছেন। এক তরফা প্রেমের কারণে এক যুবক এক তরুণীর গায়ে আগুন দিয়ে দেয়। তিন আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে। শপথগ্রহণকারী ছাত্রীরা হিঙ্গনঘাটের ওই নির্যাতিতার প্রতি শ্রদ্ধাঞ্জলিও অর্পন করেছেন। অমরাবতীর টেম্বুরনীতে জাতীয় সেবা যোজনা আবসিক শিবিরে ছাত্রীরা এই শপথ নিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement