উত্তরপ্রদেশে কোর্টরুমে অভিযুক্তকে গুলি করে হত্যা, সাব-ইন্সপেক্টর সহ সাসপেন্ড ১৭ কনস্টেবল
২০১৫ সালের ঘটনার পুনরাবৃত্তি ২০১৯-এ।
বিজনৌর: ২০১৫ সালের ঘটনার পুনরাবৃত্তি ২০১৯-এ। সেবার মুজফ্ফরনগরে কোর্টরুমে ছদ্মবেশে ঢুকে পড়েছিল এক আততায়ী। তারপর একেবারে সামনে থেকে গুলি চালিয়ে খুন করা হয় আইনজীবীকে। ঘটনায় জড়িত ছিল এক গ্যাংস্টার। সেই ঘটনারই হুবহু পুনরাবৃত্তি দেখল বিজনৌর। আদালত কক্ষে ঢুকে খুনে অভিযুক্তকে গুলি। মৃত্যু অভিযুক্তর। পরিস্থিতির সুযোগ নিয়ে পালিয়েছে আরেক অভিযুক্ত। এই ঘটনায় একজন সাব-ইন্সপেক্টর সহ ১৭ জন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। এঁদের মধ্যে পাঁচজন মহিলা কনস্টেবল।
অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব অবিনাশ অবস্থি জানিয়েছেন, “বিজনৌরের কোর্টরুমে গুলির ঘটনায় একজন সাব-ইন্সপেক্টর সহ ১৮ জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ১৭ জন কন্সটেবলের মধ্যে ১২ জন পুরুষ এবং বাকি ৫ জন মহিলা।”
সার্কেল অফিসার অরুণ কুমার সিংহ বিজনৌরের পুলিশ সুপারিন্টেডেন্ট সঞ্জীব ত্যাগীকে চিঠি লিখে জানিয়েছেন, “পুলিশের থেকে এটা আশা করা যায়, প্রয়োজনীয় তল্লাশি করার পরই একজনকে কোর্টরুমে ঢোকার অনুমতি দেওয়া হবে। যদিও এই কাজ কঠিন, তবে পুলিশকে তার কর্তব্যে অবিচল থাকতে হবে এবং নিষ্ঠার সঙ্গে তা নির্বাহ করতে হবে।”
প্রসঙ্গত, বিজনৌরে আদালত কক্ষে গুলি করে অভিযুক্তকে খুনের ঘটনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। আদালত চত্বরে আসা প্রত্যেকের তল্লাশি করছে পুলিশ।