এক্সপ্লোর
Advertisement
মুলায়মের পুত্রবধূর গোশালায় না খেয়ে মরছে গরুরা, অভিযোগ যোগী সরকারের দিকে
লখনউ: লখনউয়ের কাহ্না গোশালায় গত ৬ মাসে মারা গিয়েছে হাজারখানেক গরু। গোশালাটি চালান মুলায়ম সিংহ যাদবের ছোট ছেলে প্রতীক ও পূত্রবধূ অপর্ণা যাদব। জানা গিয়েছে, প্রতিদিন ৪-৫টি গরু মারা যায় এখানে।
গরুদের কার্যত বধ্যভূমি হয়ে উঠেছে লখনউয়ের এই কাহ্না গোশালা। এটি চালায় জীবাশ্রয় নামে একটি সংস্থা। এই সংস্থারই মালিক হলেন প্রতীক-অপর্ণা। তাঁদের অভিযোগ, উত্তরপ্রদেশে বিজেপি সরকার তৈরি হওয়ার পর থেকে তাঁরা ১ পয়সাও সরকারি সাহায্য পাননি। ফলে পোষা গরুদের ঠিকমত দেখাশোনা করা যাচ্ছে না।
অপর্ণা যাদব এ ব্যাপারে দেখা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর আদিত্যনাথ এই গোশালা ঘুরেও যান। গোশালা কর্তৃপক্ষের অভিযোগ, রাজ্য সরকার তাদের কোনওরকম সাহায্য করছে না। মুখ্য সচিব সহ সংশ্লিষ্ট সব অফিসারকে এ ব্যাপারে জানানো হয়েছে। কিন্তু লাভ হয়নি কিছু। অথচ অখিলেশ যাদবের আমলে সরকার গরু প্রতি ৫০ টাকা করে দিত।
প্রতিদিন এই গোশালায় আসে ৪০-৫০টি গরু। গত মাসে যোগী সরকার জানিয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ করে বুন্দেলখণ্ডে গোশালা খোলা হবে। রাজ্যে রয়েছে গোশালা আয়োগও। এই অবস্থায় না খেয়ে গরুর মৃত্যু হওয়ায় রাজ্য সরকারের আচরণে প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement