এক্সপ্লোর
বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের পর্যটন দফতরের বুকলেটে দ্রষ্টব্য স্থানের তালিকা থেকে উধাও তাজমহল!
![বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের পর্যটন দফতরের বুকলেটে দ্রষ্টব্য স্থানের তালিকা থেকে উধাও তাজমহল! Up Government Does Not Include Taj Mahals Name In Their List Of Tourist Attractions Criticisms In All Level বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের পর্যটন দফতরের বুকলেটে দ্রষ্টব্য স্থানের তালিকা থেকে উধাও তাজমহল!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2015/12/01100834/tajmahal.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: ফের বিতর্কে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগী সরকার। পর্যটন দফতরের বুকলেটে, দ্রষ্টব্য স্থানের তালিকা থেকে উধাও তাজমহল। সমালোচনায় সরব বিরোধীরা। বুকলেটটি মোটেই গাইড বুক নয়। পাল্টা দাবি, যোগী প্রশাসনের।
যমুনার পাড়ে তাকে দেখলে পলক পড়ে না...তাকে দেখলে মন বলে, আরেকবার মুগ্ধ হতে চাই। তাকে দেখে দেশ-বিদেশের লাখো লাখো পর্যটকের মুখে একটাই কথা--- বাহ তাজ!
আগ্রার তাজমহল। সপ্তম আশ্চর্যের অন্যতম। ভারতের অহঙ্কার। এ হেন তাজমহলই কি না যোগী সরকারের দ্রষ্টব্য স্থানের তালিকা থেকে বাদ! সূত্রের দাবি, উত্তরপ্রদেশের পর্যটন দফতরের বুকলেটে দ্রষ্টব্য স্থানের তালিকা থেকে তাজমহলের নাম বাদ দেওয়া হয়েছে।
তালিকায় অবশ্য রয়েছে গোরক্ষপুরের সেই মন্দিরের নাম যেখানকার প্রধান পুরোহিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রামায়নে উল্লেখ রয়েছে এমন সব জায়গার নামও নতুন আকর্ষণ হিসেবে রয়েছে তালিকায়।
বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেপ নিয়ে দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠেছে। বিভিন্ন মহল সমালোচনায় সরব। যোগী সরকারকে নিশানা করে সুর চড়িয়েছে বিরোধীরা।
সিপিএম পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাটের এপ্রসঙ্গে মন্তব্য তাজমহলের সঙ্গে জাতপাত, সম্প্রদায়ের কোনও যোগ নেই। এ দেশে হিন্দু-মুসলিম একসঙ্গে বাস করে। এ ভাবে তাজমহলের নাম বাদ দেওয়া থেকেই বিজেপি সরকারের মাইন্ডসেট বোঝা যায়।
বাবরি অ্যাকশন কমিটির আহ্বায়ক জাফরিয়াব জিলানির বক্তব্য, এর থেকেই বোঝা যায় উত্তরপ্রদেশে সরকার কত নীচ মানসিকতার।তাজমহলকে তালিকায় না রাখলে সেটা উত্তরপ্রদেশের ক্ষতি, পর্যটকদের কিছু এসে যায় না।
সমালোচনার মুখে পড়ে পাল্টা উত্তরপ্রদেশ সরকারের দাবি, যে বুকলেট প্রকাশ করা হয়েছে, সেটা শুধুমাত্র সাংবাদিক বৈঠকের জন্য। সেটা মোটেই উত্তরপ্রদেশের পর্যটন দফতরের গাইড বুক নয়।
বিরোধীরা পাল্টা কটাক্ষ করে বলছে, উত্তরপ্রদেশের পর্যটনমন্ত্রী যাই দাবি করুন, তাজমহল নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কী ভাবেন, তা তিনি নিজেই সম্প্রতি স্পষ্ট করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, ভারত সফরে আসা ভিনদেশের রাষ্ট্রপ্রধানদের তাজমহলের রেপ্লিকা দেওয়ার তিনি বিরোধী। কারণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মনে করেন, তাজমহল ভারতীয় সংস্কৃতির প্রতীক নয়। এখানেই বিরোধীদের প্রশ্ন, কোনটা ভারতীয় সংস্কৃতির প্রতীক আর কোনটা নয়, তা কি বিজেপি সরকার ঠিক করে দেবে? আর তার জন্য দ্রষ্টব্য স্থানের তালিকা থেকে বাদ যাবে তাজমহলের নাম? বিজেপির অবশ্য দাবি, তাজমহলের কথা মাথায় রেখে উত্তরপ্রদেশ সরকার অনেক কাজ করছে এবং অনেক কিছু করার কথা ভাবছেও। কিন্তু, বিরোধীরা অযথা বিতর্ক তৈরি করছে।
![বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের পর্যটন দফতরের বুকলেটে দ্রষ্টব্য স্থানের তালিকা থেকে উধাও তাজমহল!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/06160440/yogi-adityanath-300x204.jpg)
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)