![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
৩৮ জনের প্রার্থী তালিকা পাঠালেন মুলায়ম, কাটছাঁট করলেন অখিলেশ
![৩৮ জনের প্রার্থী তালিকা পাঠালেন মুলায়ম, কাটছাঁট করলেন অখিলেশ Up Polls Akhilesh Disapproves Of Father Mulayams Wishlist Of 38 Candidates ৩৮ জনের প্রার্থী তালিকা পাঠালেন মুলায়ম, কাটছাঁট করলেন অখিলেশ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/13233903/mulayam-singh-with-akhilesh-yadav_650x400_71463320475-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: যাদব পরিবারে নতুন দ্বন্দ্ব প্রকাশ্যে এল। ফের, ছেলের হাতে মাত খেলেন বাবা। মুলায়ম সিংহের দেওয়া ৩৮ জন প্রার্থীর তালিকা থেকে কাটছাঁট করলেন অখিলেশ।
সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য উত্তরপ্রদেশ মুথ্যমন্ত্রী অখিলেশ যাদবের হাতে ৩৮ জন প্রার্থীর একটি তালিকা দেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব।
জানা গিয়েছে, তালিকার অন্তত ১২টি নামে আপত্তি তোলেন অখিলেশ। এছাড়া, আরও ২টি নাম নিয়ে আপত্তি উঠেছে। ওই দুজনকে অখিলেশ প্রার্থী করতে রাজি থাকলেও, একেবারেই রাজি নন দলের সাধারণ সম্পাদক রামগোপাল যাদব।
দলীয় সূত্রের খবর, মুলায়মের ৩৮ জনের তালিকায় ঠাঁই পেয়েছিলেন ভাই শিবপাল যাদবের ছেলে আদিত্য এবং দুই বহিষ্কৃত মন্ত্রী নারদ রাই ও ওপি সিংহ।
তবে, দলের ক্ষমতা নিয়ে বাপ-বেটায় দ্বন্দ্ব থাকলেও, অখিলেশ জানিয়ে দেন, ব্যক্তিগত সম্পর্ক আগের মতই রয়েছে। মঙ্গলবারই মুলায়ম সিংহের বাড়ি গিয়ে দেখা করেন অখিলেশ।
তার আগের দিন, অর্থাৎ সোমবার, নির্বাচন কমিশনের রায়ে দলের শাসনভার মুলায়মের থেকে চলে যায় অখিলেশের হাতে। মুলায়মকে সরিয়ে সপা-র সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এমনকী, দলীয় প্রতীক ‘সাইকেল’ পায় অখিলেশ-শিবির।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)