Bangladesh News LIVE : দিল্লিতে অনুপ্রবেশকারীদের বৈধ নাগরিক করে দেওয়ার অসাধু চক্র ফাঁস !
ABP Ananda LIVE : বাংলাদেশ অস্থিরতার মধ্যেই, দিল্লিতে অনুপ্রবেশকারীদের বৈধ নাগরিক করে দেওয়ার অসাধু চক্র ফাঁস। চক্রের ১১ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। রীতিমতো বিশেষজ্ঞদের দিয়ে ভুয়ো ওয়েবসাইটের মাধ্য়মে এই চক্র নকল আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করা হত বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরির বিভিন্ন সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। চমকে দেওয়ার মতো তথ্য হল, নির্দিষ্টভাবে জঙ্গলের পথ ধরে লোকচক্ষুর আড়ালে।এই অনুপ্রবেশ চলত বলে জানা গেছে। এছাড়াও স্টেশনে স্টেশনে রুটিন তল্লাশি এড়াতে একটানে লম্বা দূরত্ব পাড়ি দেয়, এমন এক্সপ্রেস ট্রেন বাছাই করে, তাতে চড়ত অনুপ্রবেশকারীরা। এই ১১ জন ছাড়াও চক্রে আর কেউ আছে কি না, তার খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ।
পশ্চিমবঙ্গ কি এখন জঙ্গিদের কাছে নিরাপদ আশ্রয়স্থল এবং ট্রানজিট রুট হয়ে উঠছে? প্রশ্নটা উঠছে, তার কারণ, কদিন আগেই মুর্শিদাবাদ থেকে, বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের দুই কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করেছিল অসম পুলিশ। অন্য়দিকে, ক্য়ানিং থেকে ধরা পড়েছে কাশ্মীরের জঙ্গি, যে জলপথে বাংলাদেশ পালানোর ছক কষেছিল!